একটা সময় ছিল যখন গ্রামে যেতাম লঞ্চে চড়ে। এখন রাস্তা হবার কারণে (দুর্জনেরা বলবে সাতার না জানার ভয়ে) লঞ্চে যাওয়া হয়না। লঞ্চ জার্নি কিন্তু আমার বরাবরই প্রিয় (ঝড় না থাকলে আরকি
ঢাকার মত অলরাউনডার শহরে থাকলে এই অভিজ্ঞতা আপনি মাঝে মাঝেই পেয়ে যাবেন (আবার পানিতে ডুবে যাওয়ার ভয়ও সেরকম নাই, যদিনা ড্রেনে পড়ে যান
গন্তব্য কমলাপুর থেকে মালিবাগ, বাহনের নাম বাস। জানালার পাশে বসে মুগ্ধ হয়ে বাসের পানি কেটে এগিয়ে যাওয়া দেখতেসি। ১জন পথযাত্রি হয়ত প্যান্ট নিরাপদ উচ্চতায় গুঁটিয়ে পানি মারিয়ে যাচ্ছে, কিন্তু বেরসিক বাসের ঢেউ সেটাকেও নিরাপদ রাখতে দিচ্ছেনা। আরেকজন দেখলাম রিকশায় বসে খুব আরাম করে যাচ্ছে আর ভাবতেসে আজ পানি থিকা বাইচা গেসি
আমি আরামে বসে বসে ভাবতে লাগলাম, আমাদের সরকারকে আমরা যতটুকু দূরদর্শী ভাবি আসলে তারা তার চেয়েও বেশি দূরদর্শী। এইযে শহর জুড়ে এত এত ফ্লাইওভার হচ্ছে এগুলা অদূর ভবিষ্যতেই কাজে দিবে। নিচে চলবে নৌকা আর উপরে গাড়ি! বড়লোকের গ্যারাজে গাড়ি আর নৌকার সহাবস্তান, ভাবতেই ভাল লাগছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




