আমি পূব-বাংলায় জন্মগ্রহণ করেছি। রংপুর জেলায়। থানা-মিঠাপুকুর। গ্রাম-রাণীপুকুর। গ্রামের হাই স্কুল থেকে এস-এস-সি (প্রথম ব্যাচ) পাশ করে পশ্চিম বাংলায় চলে আসি অনেক দিন আগে। কিন্তু কখনই ভুলতে পারিনি শৈশব ও কৈশোরের দামাল দিনগুলি।
একটা আত্মিক যোগাযোগ রয়ে গেছে সব সময়।
প্রথম দিকে চিঠিপত্রে যোগাযোগ ছিল বন্ধুদের সাথে। তারপর ইন্টারনেট সুলভ হওয়ার পর প্রায় প্রতিদিন ওপারের বাংলা কাগজ নেট-এ পড়তে পাই। তাতে যে কী সুখ লাভ করি তা ভাষায় প্রকাশ করা যাবে না।
আমার কয়েকজন প্রিয় বন্ধু আছে ওপারে যাদের সাথে আমার সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোন সহৃদয় ব্যক্তি যদি তাদের ফোন-নং বা ই-মেইল আই-ডি সংগ্রহ করে আমায় দিতে পারেন তবে চির-কৃতজ্ঞ থাকব।
সূত্রঃ বন্ধু - মো. আবু ইছা, ১৯৮৯-এ বাংলাদেশ সরকারের কৃষি এক্সটেনশন বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিল ঢাকা ফার্মগেট-এ।
বন্ধু - জয়নাল আবেদিন খান, ঢাকা। স্টেট ট্রেডিং কর্পোরেশনে কর্মরত ছিল ঐ সালে।
ছোটভাই - মো. আব্দুল বাতেন, ঢাকা। ইনি ঢাকায় অ্যাডিশনাল এস-পি ছিলেন ঐ সময়।
আমার মনে হয়, ঢাকার টেলিফোন ডিরেক্টরি দেখলেই ওঁদের টেলিফোন-নং খুঁজে পাওয়া যাবে।
এ ছাড়া যাঁরা এ ব্লগ পড়বেন তাঁদের মধ্যেও যদি কেউ বন্ধু হতে চান, স্বচ্ছন্দে ই-মেইল করতে পারেন অথবা মন্তব্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



