কেউ সাহস করে আইনগত সহায়তা দিলে আমি আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টার নামে মামলা করতে চাই। আপনি বেঁচে থাকতে না পারলে ভয় কিসের? হায়াত রিজিক নির্দিষ্ট।
সব লেওড়া এনজিও কর্মী দিয়ে দেশ চলতে পারে না৷ ১ মাসের বেশি হলো দেশে এখনো শৃঙ্খলা ফেরাতে পারে নাই। প্রত্যেকটা হত্যা কান্ডের দায় নিতে হবে তাদের। দোকান পাট কলকারখানা বাড়িঘর লুট অগ্নিসংযোগ চলতেছে। আওয়ামী লীগের পাশাপাশি নিরীহ মানুষ পর্যন্ত পিটিয়ে মেরে ফেলা হচ্ছে।
মানুষের পেটে ভাত নাই, ৩ কোটি মানুষ বেকার, দুর্নীতিতে নিমজ্জিত দেশ। দখল চাঁদাবাজি গ্রামে গ্রামে ডুকে গেছে। খাদ্য ভেজাল প্রকট আকার ধারন করছে। যানজটে নাকাল ঢাকাবাসী। পরিবেশ দূষণে পৃথিবীতে নাম্বার ওয়ান। ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মরছে, ঢাকা শহরে ৩ লক্ষ ভাসমান মানুষ আছে তাদের কোন পুনবাসন নাই, বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। পারলে এগুলোর সংস্কার করেন।
সংস্কার করতে আসছে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, ভারতের আগ্রাসন রুখতে হবে, বাকস্বাধীনতা লাগবে। আইন সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। পেটে ভাত না থাকলে, বেঁচে থাকতে না পারলে এসব সংস্কারের ফল জিরো। সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্থ আওয়ামী লীগের মতো দেশ চালাচ্ছে । মানুষ জিবন দিয়ে আন্দোলন করে তাহলে কি পরিবর্তন ঘটালো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


