শেষের দিনে পোপ এসে এই কাতারে সারিবিদ্ব হলো। পোপকে আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছিল। বুলেট প্রুফ নির্মিত গাড়িতে বসে পোপ এবং তার দুই সহকারি বসে পোপ দর্শককে হাত নাড়া দিচ্ছে। দর্শকরাও তাকে দুই হাত দেখিয়ে সমর্থন জানাচ্ছে। এইপুরা পাচদিনের অনুষ্টানে আমি সরাসরি উপভোগ করেছি একজন কর্মরত হিসাবে। আমার দায়িত্ব পরেছিল সিডনীর অপেরা হাউসে। টানা পাচ দিন কর্মবিরতি। আমার দায়িত্ব ছিল খাদ্য বিতরন করা।
প্রথম দিন আমাদের কম্পানির ম্যানাজার আমাদেরে সকলের সাথে পরিচয় করে দিল। আনুমানিক সংখ্যা হবে ৬০-৭০ জনের মতো। পরিচয় পালার শেষে আমাদেরকে প্যান্ডাল করার তাগিদা দিল সেটা করে আমাদেরকে টেবিল সাজানো এবং প্রত্যক টেবিলে ১৮টা করে ওভেন সারিবিদ্ব করার তাগাদা দিল। আমরা সেটা সারিয়ে দিলাম। প্যান্ডাল হয়েছে মোট ৯টা প্যান্ডাল। তারমধ্যে Darling Harbour= 4, Domain=4 & opera=1 প্রত্যেক টা প্যান্ডেলে ৭২টা করে ওভেন দেওয়া হলো। মানে ৭২*৯= ৬৪২টা ওভেন আনা হলো শুধু রাত্রের ডিনার সারার জন্য ওভেনে গরম করে দেওয়া।
সোম ও মঙ্গল গেল আমাদের টেবিল সাজানো এবং ওভেনগুলো টেবিলে সারিবদ্ব করে রাখা।
বুধ, বৃহস এবং শ্রক্র গেল্ আমাদের World Youth Day আগত মেহমানদের খাবার সারভ্ করা। আমার দায়িত্ব পরেছিল ওপেরাতে। সেখানে একটা তাবু ছিল। সেখানে আমি সহ আরো তিনজন স্টাফ ছিলাম। আর Volunteer ছিল ১০/১২ জনের মতো। প্রথমে এসে আমাদেরকে ল্যাঞ্চ দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি করলাম। একটা প্যাকেটে ৬টা টুনা ফিস্, ৬টা বিস্কুট, ৬টি রুটি, ৬টা ক্যান ৬টা চকলেট সহ আরো কি কি আমরা একটা প্যকেট আকারে সাজালাম। এরকম প্রায় ৩৫০টা প্যাকেট করা হলো। বিকাল ৩টার মধ্যে আমরা সরবরাহ শেষ করলাম। এরপর শুরু হলো ডিনারের প্রস্তুতি । সেটা ছিল ৬টা মাংস (বিফ্, গট্, হ্যাম)২টা ভেজিটেবল, ৬টা পানি এরকম প্রায় ৪০০টা মতো প্যাকেট করলো। দেখা গেল আমাদের আরো রয়ে গেল ২০০টার মতো প্যাকেট। এগুরো সার্ভ করার সময় তারা টিকেটে দেখিয়ে খাবার বিতরন করেছে। প্রতিটা প্যাকেটের জন্য টিকেট দেখিয়া খাবার নেয়েছিল তরুন তরুনীরা। এরকম আমরা টানা তিন দিন করেছি। Volunteer দের মধ্যে খুব উৎসাহ ও সাচ্ছন্দ ছিল এই কাজের মধ্যে। কারন তারা বিনা পারিশ্রমিক এই কাজগুলো করেছিল।তাদের সিফট্ ছিণ দুইটা। এক সিফট্ আসেলে অন্য সিফট্ রা চলে যেত।আমি দেখেছি এই World Youth Day তে তরুন তরুনীরা পরিচয় ভেদাভেদ ভূলে তারা অপরের সাথে আলিঙ্গন করছিল, কথা বলছে, হাসি তামসা করছে।মনে হচ্ছিল তারা এই পারার অধিবাসী। চিনা নাই জানা নাই তারা অপরেরকে জড়িয়ে ধরছে। শেষের দিন অথাৎ শুক্রবারে তারা ঈসা (অ
এভাবে শেষ হয়ে গেল World Youth Day - Festival। সিডনী তার সিডনী জায়গায় রয়ে গেল। বিদায় হয়ে গেল World Youth Day ০৮।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


