তুমি কাল তবু ভালো, আমি মন্দ লাগাই দন্ধ
তুমি গাও আমি শুনি, আমি বোকা তুমি জ্ঞানী।
তুমি ফুলে উড়ে পড়, কাছে আসতেই সরে পর
তুমি মদ আমি গ্লাস, আমি ক্যামেরা তুমি ফ্ল্যাস।
তুমি বৃষ্টি হয়ে ঝড়, আমার গায়ে এসে পড়
তুমি চাঁদ আমি জোছনা, আমি গন্ধরাজ তুমি হাসনা।;
তুমি শিশির ভেজা ঘাস, তাই থাকোনা বারমাস
তুমি শার্ট আমি বোতাম, আমি রাস্তা তুমি জ্যাম।
তুমি প্রাণ আমার দেহে, তাই মন তোমায় চাহে
তুমি চোখ আমি দৃষ্টি, আমি ধ্বংস তুমি সৃষ্টি।
তুমি বনের চীর সবুজ, আর আমার মত অবুজ
তুমি পাখি আমি ডাকি, আমি নগদ তুমি বাকী।
তুমি সাগর পাহাড়ের ঢেউ, আমি অজানা কেউ
তুমি তীর আমি বালু, আমি মাছ তুমি আলু।
তুমি ঐ পাহাড়ের ঝরনা, তবু আমার পর না
তুমি পাথর আমি কণা, আমি গুড়োঁ তুমি দানা।
তুমি স্বর্গ যেথায় মঙ্গল, বাজে আমার জয়ের ঢোল
তুমি দরজা আমি প্রহরী, আমি জায়গা তুমি বাড়ী।
তুমি সব আমার সব, সদাই মনে তোমার কলরব
তুমি রাত আমি দিন, আমি সর্প তুমি বীন।
আর কিছু-----------------------???????????????
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



