একটি গল্প শোনো- একজন অন্ধলোক যে নিজেকে ঘৃনা করত তার অন্ধচোখের জন্য।
সে সবাইকে ঘৃনা করত, শুধু তার প্রেমিকাকে ছাড়া। একদিন সে তার প্রেমিকাকে বলল, যদি
আমার চোখ কোনোদিন ভাল হয় তবে তোমায় বিয়ে করব। তারপর কোনো একদিন
কারো দান করা চোখে সে নতুন করে দেখা শুরু করল। তখন সে সবই দেখত, শুধু তার
সেই প্রেমিকাকে ছাড়া কারন মেয়েটি তখন ছিল অন্ধ। লোকটি তখন মেয়েটিকে বিয়ে করতে অসম্মতি জানাল। মেয়েটি যখন তার সামনে থেকে কাঁদতে কাঁদতে চলে আসছিলো
তখন বলল-"আমাকে ভাল না বাস, আমার দেয়া চোখ দুটোকে ভালবেসো"....
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




