(কিছু বুঝতে শেখার পরে যখন বাবার হাত ধরে চিনতে শিখলাম এটা নদী, তার পর থেকেই মাথাভঙ্গার সাথে আমার সখ্যতা, ভালোবাসা শুরু । এক সময় এই মাথাভাঙ্গা ছিল টলমলে জলেভরা পুরা যৈবনা, কিন্তু বিবর্তনের পথ ধরে সে হারিয়েছে চিরচেনা তার সেই প্রকৃতি, হারিয়েছে তার যৈবন। কিন্তু তার পুরাতন সৃতি আমাকে এখনও কাঁদায় । তাই ফিরে পেতে চাই পুরানো সেই মাথাভাঙ্গা।)
রাশেদ জামান
আমি দুর থেকে তোমাকেই ভাবি,
আমার কল্পলোকে শুধু তোমার আনাগোনা ,
আমি রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দেখি শুধু তোমার স্বপ্ন ।
তুমি কি আরো সুন্দর হয়ে গেছো ?
তোমার যৈবন হারানো রুগ্ন শরীর,
সে শীরর কি এখন যৈবন ফিরে পেয়েছে?
তোমার স্রেতধারা কি এখনও জোড়ায় পথহারা পথিকের হৃদয়?
আমি যাবো তোমার কাছে ,
তোমার বুকে আছড়ে পড়ে
আষ্টে পিষ্টে বিলিয়ে দেব আমার শরীরের সবটুকু শক্তি,
আর বলবো আমর প্রিয়ো, আমাদের ভলোবাসা
মাথাভঙ্গা নদী আমরা সবাই তোমাকে ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



