পাবলিক হলো ইক্ষুর মতো- রস বের করতে হলে জোরে চাপ দিতে হয়। সবাইকে ট্যাক্স নেটের আওতায় আনতে হলে ননক্যাশ লেনদেনের বিকল্প নাই।
আমাদের প্রায় ৪০টার মতো ব্যাংক, বলতে গেলে সবারই ডেবিট/ক্রেডিট কার্ড অপশন আছে, কিছু ব্যাংকের আছে কার্ডবিহিন লেনদেন; সেই সাথে মোবাইল ব্যাংকিং সহ নানাবিধ সুবিধা।
সিটি এলাকায় অবস্থিত সব ব্যবসাপ্রতিষ্ঠানে বাধ্যতামুলক ননক্যাশ লেনদেন চালু করা হোক, নইলে আড়াই কোটি ট্র্যাক্স দেয়ার উপযুক্ত লোক অধরাই থেকে যাবে। আর আইন-মাইন নিয়ে অত ভাবাভাবির কিছু নাই, পাবলিক যখন ঠেলায় পড়বে তখন ঠিকই লাইনে আসবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




