আমার সন্তান যখন স্তনের জন্য তার মায়ের উপর ঝাপিয়ে পড়ে তখন মনে হয়, আমিওকি তাই করতাম?
আমার সন্তানের মা যখন তার সন্তানের কোন অমঙ্গল আশঙ্কাই আমার গলা টিপে ধরে , তখন মনে হয় আমার মাও কি এমনি করতো?
মা, বাবা মারা যাওয়ার পর তুমি ছাতা হয়ে ছিলে, এখনো আছ। দয়া করে সারাজীবন এভাবেই থেক।
গায়ের চামড়া খুলে পাপোশ বানায়ে দিলেও নাকি মায়ের এক ধার দুধের ঋন শোধ হয়না, আমি ঋন শোধ করতে চায়না, সে যোগ্যতাও নেই। ঋনি থাকতে চাই।
আমার স্ত্রীকে বলতে চাই, তোমাকে আমি তোমার অধিকার ক্ষুন্ন করে মাকে দান করে দিছি। আমাকে মাফ করে দিও।
একদিন যদি আমি না থাকি তখন বুঝবা তোমার জন্য আমি কি করছি। আশা করি, তোমার সন্তানেরাও তোমার এভাবে যত্ন নিবে।
আজকের মা দিবসে পৃথিবীর সব মাকে শ্রদ্ধা যানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



