somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নশ্বর আমি, দুই চক্ষু ক্ষয় করিয়া কাহারে যেন খুঁজি!

আমার পরিসংখ্যান

আপেক্ষিকতাবাদী
quote icon
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু, জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু...
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সেই তুমি

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৫

মনে কর আমি তোমার বাড়ি যাচ্ছি।
স্বপ্নে কিংবা স্বপ্নে না ঠিক,
অন্য কোন বাস্তবে।
তোমার বাড়িটা ঠিক তোমার মত না,
অন্য শহরে, অন্য রকম মাটির দেশে।
সেখানে তোমাকে লাকড়ি জ্বেলে চুলা ফুঁকতে দেখা যায়;
সেই তুমি ঠিক কেমন আছো?
সেই তোমার বিয়ে হয়েছে? বর কি করে?
বাচ্চাকাচ্চা?? ভালো থেকো। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

"কুকুর-মত ভাবনা"

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

বড্ড কুকুর-মত আজকাল।
দুটো বিস্কুটের লোভে লেজ নাড়াই;
আবার গরম জল দেখে পালাই।

আর ভুল হয় মানুষকে কুকুর ভেবে।
কিংবা কুকুরকে মানুষ ভেবে!
চিন্তা-ভাবনাদের আজ হরতাল।
(৭ মার্চ, ২০১৭) বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

আমার বিষাদেরা

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

বাতাসে গুমোট পাপ; নিঃশ্বাস ভারী হয় ক্রমে,

সময় ধূলোর ছাপ রেখে যায় জানালার গ্রীলে।

শেওলা পড়া বিছানা-কম্বল- কফির মগ

দেখে আসহায় লাগে সব,

কে জানে সে আলোদের খবর,

যারা বিলীন হয় কালো-গহ্বরে!

(অসমাপ্ত লেখা)
রওনক উল ইসলাম।
৬ আগস্ট, ২০১৬। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

একটি অগ্নিদ্গ্ধ লাশের অভাব

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩



আমাদের ছিল পৃথিবীর সত্যতম সম্পর্ক;
একজন শিকার আর অন্যজন শিকারী
এই দুই এর বৈধতা নিয়ে জমে উঠেছিল তর্ক।

আগুনের লালিত্য মেখে তুমি ঠায় দাঁড়িয়ে ছিলে।
আর আমার ছিল আত্মাহুতির অভিশাপ;
আগুনে ঝাঁপিয়ে পড়ার অস্পৃশ্য ইচ্ছে।

কথা ছিল পুড়ে যাবো, এই হবে অমোঘ নিয়তি।
কিন্তু দহনের রোমান্টিকতায় মজে নি ঈশ্বর;
তাই কথিকায় আমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

"এসো না তুমি, আমার মরণে"

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৩

এসো না তুমি, আমার মরণে
জল ঝরাতে আমার কবরে,
আবার ডিঙাতে আমার নতশির।

জমুক ধূলো আমার কবরে,
সময়ের জলে ধুয়ে যাক সব;
কোকিলেরা আবার ঝরাক জল
কুহু কুহু ডাকে কাঁদুক তারা;
ডাহুক ডাকুক এমনিতেই--
কিন্তু তুমি চলে যাও।

বাবু, হলোই বা তোমার সূক্ষ্মতম ভুল,
কিংবা বিস্তর অপরাধ--
আর পরোয়া নেই এসবে,
অভিশপ্ত আমি, আমার যায়-আসে না আর কিছুতে।

বাবু তুমি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     like!

নীরব নশ্বর

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

আমি কাঁটাতারের এপারেই সুখি,
তোমাদের সুখ-দুঃখ নীরবে দেখি...
ঈশ্বরের মত সর্বময় হয়ে নয়,
বরং নশ্বরের মত একচোখ করে ক্ষয়!
জানি একদিন ক্লান্তি ধরে যাবে,
ঈশ্বরের মত আমারো,
আমার মত তোমারো...
সেদিন ভাঙবে সকল সৃষ্টি-খেলা
ধ্বংসের উত্‍সবে মাতবে স্বংয় ঈশ্বরও!
তখনও আমি নীরব থাকব,
বিষ্ময়ে নীরব থেকো তুমিও।

"নীরব নশ্বর"
রওনক-উল-ইসলাম।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

গোলাপের লাল

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২২

একটি গোলাপ এতটা লাল না হলেও বোধ হয় পারত-
কুচকুচে লাল সেই গোলাপের কাঁটা ফুটেছিল মনে,
মনের রক্ত গোলাপকে করলো আরো লাল।
গোলাপ কি নিজেই লাল?
নাকি হাজারো মনের রক্তে গোলাপ লাল?

একটি গোলাপ এতটা লাল না হলেও বোধ হয় পারত-
কিংবা এক মনে এতটা রক্ত না থাকলেও হত-
গোলাপের জন্য লালকে এতটা কুচকুচে হতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

চল সন্ধি করি!

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

এত খানি প্রত্যাখ্যান নিয়ে কি বাঁচা যায়? তার চেয়ে চল সন্ধি করি,
চল অবান্তর সময় গুলো পাল্টে নেই নিজেদের নামে-
নার্সিসাস তুমি আবার খুঁজে পাবে সেই পুরোনো তোমাকে
খুব ভালো কেটে যাবে তোমার হাসি-বিকাল-চায়ের টেবিলে,

আর আমার ভীষণ জোছনা রাত কেটে যাবে অকাতর ঘুমিয়ে
কিংবা মাঝে মাঝে আমার গল্প ঝলসে যাবে তোমার শাড়ির বেপরোয়া... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

আগুন পাখির মৃত্যু-সুর

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬





আগুন পাখি মৃত্যু-সুরে গান গায়, চির চেনা এক বেসুরো ধারায়।

যেন সত্য-সুন্দর হারানোর ব্যথায় স্বয়ং শোক-দেবতা বাঁশি বাজায়,

আগুন পাখির গলায়!

স্মিত-হাস্য, কোমল-ভাষ্য এক নীল-মণি বৃদ্ধের ছায়ায়

বেড়ে উঠা কোন এক বালককে আজ হঠ্যাৎ যেন কাঁদায়! ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৬৪ বার পঠিত     like!

'তুমি-আমি কোন কবিতার মত?'

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

এভাবেই কত শত

কবিতারা পড়ে থাকে রাস্তার ধারে,

ধূলা মাখা ছাপানো পাতায়,

অনাদরে-অবহেলায়,

শরীরে নিয়ে ছন্দপতনের ক্ষত!



ভেবে দেখেছ কি, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

বিন্দু থেকে বিন্দুতে

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

শুরুটা হয় বিন্দু থেকেই

শেষটাও এক বিন্দুতে।

মাঝে পড়ে এই চক্রতে,

আটকেছে তারা সময় সিন্ধুতে!

কোন অশরীরির তাড়ায়

অক্লান্ত তারা পালিয়ে বেড়ায়,

অপ্রাপ্তি থেকে প্রাপ্তিতে; ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

সাদা কাকদের গন্তব্য

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৯





একদিন তুমিও দেখতে পাবে

সেই সাদা কাকদের গন্তব্য।

তারা উড়ে বেড়াত, জখমি এক নগরীর বাতাসে,

সকল নাগরিক ভাঁড়ের অগোচরে।

পরপারের গল্পে নয়, ডিম পাড়া যন্ত্র হতে নয়, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

'নির্ঘুম-রাত-ফেরি'

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

এই অসীম কালোর গ্লানি-

ধর্মবিভার কহরে

রাত্র জ্বলে শেষ হবে জানি

এই চাঁদের শহরে।



আর বরাবরের মত,

আমার অবিশ্বাসের ক্ষত; ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

"শব্দ গাঁথার এক জোড়া"

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯





(১)



একটি বার এ মলিন মুখের দিকে তাকাও,

একটি বার এ চোখের দিকে তাকাও;

আমার মলিন মুখে চোখের দীপ্তি- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

::নিশাচরবৃত্তির খেয়ালিকা::

লিখেছেন আপেক্ষিকতাবাদী, ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

(১)





আজকের নিশুতি রাতে

স্মৃতির পেয়ালা হাতে-

আবেগের ধোঁয়ায় নাক ডুবাতে,

বড় সাধ হয়েছে- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৩৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ