অস্তিত্ব হুমকির মধ্যে পড়া তিন হাজারেরও বেশি ভাষাকে পৃথিবীতে আরো কিছু দিন বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় ইন্টারনেট কোম্পানি গুগল। এসব ভাষায় তথ্য আদান-প্রদানের জন্য একটি ওয়েবসাইট খুলেছে তারা। .পড়স নামে ওয়েবসাইটে বিলুপ্তপ্রায় ভাষাগুলোর ব্যাপারে নানা তথ্য বিনিময় ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নাভাজো থেকে স্পেনের আনাগোনেস, ভারতের কোরো এবং তানজানিয়ার বুরুঙ্গে এসব ভাষার নানা তথ্য পাওয়া যাবে এবং এসব ভাষায় পরস্পরের মধ্যে তথ্য বিনিময়েরও ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে গুগল ম্যাক্সিকোর বিপণন প্রধান মিগুয়েল আলবা জানিয়েছেন, এটা একটা মুক্ত অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কেউ চাইলেই বিলুপ্তির পথে বসা ভাষা সম্পর্কে নানা তথ্য বিনিময় করতে পারবেন। তিনি জানান, বর্তমান বিশ্বে প্রায় সাত হাজার ভাষায় মানুষ কথা বলে। কিন্তু এ শতকের শেষ নাগাদ অর্ধেক ভাষাই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন গুগলের এ উদ্যোগের ফলে অস্তিত্ব হুমকির মুখোমুখি ভাষাগুলো হয়ত আরো কিছু দিন পৃথিবীতে টিকে থাকবে। খুব কম সংখ্যক মানুষের মুখের এসব ভাষায় ইন্টারনেটে টেক্স, ভিডিও, ছবি এবং অডিও ফাইল বিনিময়ের মাধ্যমে ভাষাগুলোর আয়ু আরেকটু বাড়ানো যাবে বলে আশা করা হচ্ছে। ভাষা হারিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নৃতত্ত্ববিদ ফ্রান্সিসকো বারিগা বলেন, নির্দিষ্ট ভাষাভাষি মানুষেরা তাদের ভাষার ব্যবহার নানা কারণে এক সময় ছেড়ে দেওয়ার কারণেই সাধারণত সে ভাষার বিলুপ্তি ঘটে। যথন মানুষ দেখে তাদের নিজস্ব ভাষার আর কোনো ইতিবাচক দিক নেই, অন্য ভাষা আয়ত্ব করলে অর্থনৈতিক এবং সামাজিকভাবে লাভবান হওয়া যায়, নানা সুযোগ সুবিধা পাওয়া যায় তখন তারা এমনিতেই মাতৃভাষা ত্যাগ করে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




