
‘সুপারম্যান’ সিরিজের পরবর্তী ছবিতে ল্যুইস লেইন চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা এমি অ্যাডামস। খবর পিটিআই-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ছবির পরিচালক জ্যাক স্নাইডার বলেছেন, ‘আমরা চরিত্রটির জন্য অনেকের কথাই ভেবেছি। তবে শেষ পর্যন্ত এমি অ্যাডামসের সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে, একমাত্র তিনিই চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন।’
সংবদমাধ্যমটি আরো জানিয়েছে, ছবিতে সুপারম্যানের প্রেমিকা সাংবাদিক লেইনের ভূমিকায় দেখা যাবে এই ৩৬ বছর বয়স্কা অভিনেত্রীকে। আর তার বিপরীতে মূল চরিত্রে অভিনয় করবেন বৃটিশ অভিনেতা হেনরি ক্যাভিল।
জানা গেছে, ছবিটিতে কেভিন কস্টনার ও ডায়ান লেন সুপারম্যানের পালক বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সুপারম্যান সিরিজের সর্বশেষ ছবি ‘সুপারম্যান রিটার্নস’ মুক্তি পেয়েছিলো ২০০৬ সালে।
http://adf.ly/11bOp

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



