
সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক এবার কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায় হাত বাড়িয়েছে। অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে মিলিতভাবে ‘ওপেন কম্পিউটার প্রজেক্ট’ চালু করছে ফেসবুক। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ফেসবুক কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে বড়ো নাম হিউলেট প্যাকার্ড কোম্পানি, ডেল ইনকর্পোরেটেড, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস এবং ইনটেল কর্পোরেশনের সঙ্গে মিলে প্রকল্পটি হাতে নিয়েছে।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ডিজাইনের বিদ্যুৎসাশ্রয়ী কম্পিউটার তৈরি করা, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে সুবিধা হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পলো আল্টোতে এক মিডিয়া ইভেন্টে জুকারবার্গ জানিয়েছেন, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ডিজাইন বিনিময়ের মাধ্যমে এই বিশেষায়িত সার্ভারের চাহিদা বাড়বে এবং সহজলভ্য হবে।
http://adf.ly/19DvE

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



