চিঠি দিয়েছিলাম তোমায়, আমার
শীষ দেয়া গানের কম্পোজার হওয়ার
জন্য। গানের প্রতিটা লাইন, এমনকি
প্রতিটা শব্দের কেমন যেন একটা হাসি
হাসি প্রতিচ্ছবি আছে। ও আগেই বুঝে
নিয়েছে, তোমার হাতেই ও বড় হবে,
আদর পাবে, প্রাণ ফিরে পাবে।
কে বলেছে আমার গানের কোনো প্রাণ
নেই? দেখো না? প্রানের আবেগ ছড়িয়ে
ও গান বাতাসের পরতে পরতেও শোনা
যায়। মানলাম আমি পোরখাওয়া
গীতিকার। কিন্তু আমার আত্মবিশ্বাসে
এখনো যে পোর ধরে নি। ও শুধু তোমার
সুরের জন্য বারবার উজ্জীবিত হয়।
জানি তুমি ভীষণ ব্যস্ত। এও জানি,
তুমি আমায় ফেলতে পারবে না। কারণ,
আমি তোমায় নিজ হাতে গড়েছি।
আজ আমি সময়ের চাহিদা হয়তো নই,
কিন্তু প্রাণনের উচ্চাশা আমার মাঝেও
আছে। আর এই আত্মবিশ্বাস নিয়েই
বলছি, আমার চিঠির উত্তর তোমায়
দিতেই হবে। দিতেই হবে। দিতেই হবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




