উন্মীলিত আঁখিজল
বারবার বাতাসের কানে কথা বলে,
উড়ো স্বপ্নের দ্যোদুল্লে পাশ কাটিয়ে চলা
রজনীতে শুকতারা উঁকি দেয়,
আমার মনের উঠোনে।
নিশ্চুপ ঘোরকাঁটা সন্ধ্যায় আঁতকে উঠে
শুক্লপক্ষের চাঁদ। বিজন বনে ডাহুক ডাকে
অক্লান্ত। হলুদ নদী সবুজ বনে লাইট
পোস্টের টিমটিমে আলোটা মানিয়ে যায়
গৃহিণীর শাড়ীর সাথে।
এ বিছিয়ে পরা প্রকৃতি পসরা তলে প্রতি
ক্ষণে। দিয়ে যায় কর্তব্যের ব্যাবচ্ছেদ।
উঠতি কল্পনার রং যেখানে অলিক
কুহক। তবুও ভোর শেষ হয় না।
ও থেকে যায় তটিনীর হেলানো তৃষ্ণায়।
মানব জীবনে এর চেয়ে বড় সুন্দর আর কী হতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




