কিছুদিন আগের কথা। ট্রেনে করে খুলনা আসছিলাম। ট্রেন যশোর পার হওয়ার পর হঠাৎ দেখি ট্রেনের দরজায় দাঁড়িয়ে একজন মহিলা কাঁদছেন। কোলে একটা বাচ্চা। এটা দেখে ট্রেনের পরিচারক জিজ্ঞাসা করলেন কাঁদছেন কেন? মহিলা জবার দেয় যে সে তাঁর সব টাকা হারিয়ে ফেলেছে ট্রেনে। ট্রেন থেকে নেমে বাসায় যাওয়ার মতো এক টাকাও নেই। সে মংলায় থাকে। তাঁর স্বামী নেই।
মহিলাটার কান্না দেখে কেন জানি একটু অন্যরকম লেগেছিল। এমনিতে আমি দান একটু কম করি, তাও আবার ট্রেনে। যতসব ভণ্ডামিতে ভরা। কিন্তু, সেদিন তাঁর কান্না দেখে আমি কেন জানি তাঁকে ২০০ টাকা দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আমি ভালো নিয়তে দান করেছি, মহিলা যদি মিথ্যাকথাও বলে, আমার দানের নিয়ত তো মিথ্যা না।
ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু সেই মহিলার সাথে আজ হঠাৎ দেখা ফুলবাড়িগেটে। সে শিরোমণি যাচ্ছিল। সেখানেই এখন থাকে। আমাকে দেখেই সে চিনে ফেলেছে। আমাকে জিজ্ঞাসা করলো বাবা কেমন আছেন? আমি একটু ইতস্তত করতে করতে সে পরিচয় দিয়ে দিলো। সে বলল, বাবা সেদিন এতটাই ভেঙে পড়েছিলাম যে তোমাকে ধন্যবাদ দেই নাই।
সেদিন টাকাটা দিয়ে অনেক উপকার করেছিলো। বাবা, এই নাও তোমার টাকাটা। নিলে খুশি হবো।
আমি বিস্ময়ে হতবাক। সে অনেক জোরাজোরি করছিল টাকাটা ফেরত দেয়ার জন্য। শেষে বললাম যে আপনার ছেলে কোথায়? সে বলল বাসায় আছে। বললাম, আপনার ছেলের জন্য এই টাকাটা দিয়ে কিছু কিনে নিয়ে যান বাসায়। ।
টাকাটা ফেরত নিলে তাকেই ছোট করা হত। আসলে, এই দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। এই কাউকে ভাবছেন লোকটা ভণ্ড, ছোট মনের, হয়তো সে আপনার আমার চেয়েও অনেক বড় মনের হতে পারে। পৃথিবীটা কিন্তু খারাপ না। অনেক ভালোই বলা চলে। বড়ই অদ্ভুত আর সুন্দর এই পৃথিবীটা।
** পরিক্ষা খারাপ দিয়ে মনটা অনেক খারাপ ছিল। এই ঘটনার পর কারো মন না ভালো হয়ে পারে?***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




