এবার একমাস আগেই ঠিক করে ফেলেছি পহেলা বৈশাখ কিভাবে পালন করবো। এই অশ্লীল গরমে বেগুনপোড়া হওয়া, হিটস্ট্রোক, অথবা ডিহাইড্রেটেড হওয়ারও কোন ইচ্ছা আমার নাই। এছাড়া গত বছরের শিক্ষা তো ভুলি নাই। তাই কালকে আমি সারাদিন লেটাবো, ঘুম দিবো, মুভি দেখবো (যদি ইলেক্ট্রিসিটি থাকে), এবং যা না বললেই না, প্রচুর খাবো! নো বাইরে যাওয়া। আর যদি হঠাৎ করে সাজগোজ করা সুন্দরী বাঙ্গালী নারী দেখতে ইচ্ছা করে, কোন দেশি চ্যানেল ছেড়ে মিনিট দশেক দেখে নিলেই হবে।
এবার বলি কি কি আইটেম থাকছে কালকে আমার টেবিলে:
১। ভুনা খিচুড়ি
২। ইলিশ এবং ইলিশের ডিম ভাজা (এক সপ্তাহ আগে জোড়া কিনসিলাম ১৪০০ টাকা দিয়া)
৩। গরু ভুনা
৪। বেগুন আর চিংড়ি ভর্তা
৫। জলপাইয়ের আচার
৬। তরমুজ আর কাঁচা আমের জুস
৭। দই মিষ্টি তো আছেই!
প্ল্যান টা কেমন? একটা ভালো পরামর্শ দেই, আপনারাও আমাকে ফলো করেন। গত এক মাস ধরে যে ওয়েদার যাচ্ছে, ঝড়বৃষ্টি যদি না হয়, কালকে যারা বাইরে যাবেন একটু বুঝে শুনে...................! পরে কিন্তু আমারে দোষ দিয়েন না!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



