পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ও সরকারে ভুমিকা কিভাবে দেখছেন আপনি?
পদ্মা সেতুতে শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের সঙ্গে সব ধরণের চুক্তি বাতিল করে দিল সরকার। বিশ্বব্যাংক আমাদের বহু প্রকল্পে অর্থায়ন করেছে। এসব অর্থায়ন থেকে প্রচুর মুদ্রাও নিয়ে গিয়েছে। ১৯৪৪ সালে প্রতিষ্ঠার পর থেকে যদি হিসেব করা হয় বর্তমান পৃথিবীর সবগুলো দেশ থেকে তাদের বিনিয়োগের তুলনায় মুনাফা অনেক বেশী। আমাদের দেশ থেকেও প্রচুর মুনাফা করেছে। ৭১ সালের পর থেকে হিসেব করলে তাদের কোন বিনিয়োগ নেই বাংলাদেশে। অর্থ্যত্ পুরোটাকাই মুনাফার অংশ।
এই ১৬ কোটি মানুষের আশার সঙ্গে জড়িত রয়েছে পদ্মা প্রকল্প। আমরা জানি আমাদের ক্ষমতা সংশ্লিষ্ট দলগুলো গাধার মত। তারা জল ঘোলা না করে পানি পান করতে পারে না। তাই বলে আমিকি রাষ্ট্রকে অস্বীকার করতে পারি। বলতে পারি বাংলাদেশের সকল জনগণ দুর্নীতিবাজ। তাদের প্রতি আমার কোন দায়বদ্ধতা নেই?
যারা উন্নয়ন অংশীদার, দাতা গোষ্ঠী বলে পরিচিত তাদের কি কোন দায়বদ্ধতা নেই। তাহলে এদেশে কারা দারিদ্র্য বাণিজ্য করেছে। মাইক্রোক্রেডিট অর্থনীতিতে ভুমিকা রাখলেও শ্রম তো সেই দরিদ্র জনগোষ্ঠী দিয়েছে। তাদের শ্রমের টাকা আপনি ঋণ, সাহায্য হিসেবে মাইক্রো করেছে। এরা কয়েকব্যাক্তির দুর্নীতির জন্য পুরো জনগণকে অস্বীকার করার অধিকার তাদের কি আছে?
হ্যা, এটা ঠিক দুর্নীতিতে যারা জড়িত বা সন্দেহ হবে তাদেরকে কোন প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং প্রমানের জন্য অনুসন্ধান চলবে। অন্যদিকে অর্থায়নও ঠিক থাকবে। আমি জড়িত আমাকে শাস্তি না দিলে অর্থায়ন হবে না এটা কোন ধরণের যুক্তি হতে পারে না।
আগেই বলেছি, আমাদের ক্ষমতা সংশ্লিষ্ট দলগুলো তৃতীয় শ্রেণীর রাজনীতিক। অনেকের কোন ধরণের যোগ্যতা না থাকা সত্বেও ক্ষমতার উচ্চ পদে রয়েছে। উন্নয়ন অংশীদারের তো মেধা খোজার দায়িত্ব নয়। তাদের দায়িত্ব অর্থায়নের কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারক করা। কোন ভাবেই অর্থায়ন বন্ধ করা কি উচিত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



