পরস্পরের মুখের দিকে তাকায় সসংকোচে,
নিজের চারদেয়ালের একুরিয়মটা কালিতে ভরে ফেলেছে কিনা -
সুন্দর স্বচ্ছ জল ছিলো
টলটলে।
চারিপাশ নিজের অন্ধ কালিতে ভরে ফেলেছে,
এর মাঝেই সাঁতরে বেড়ায় , শ্বাস নেয় , বুদবুদ ছাড়ে
কি চমৎকার লেজের ঝাপটায় ঘূর্ণি তৈরী হয় ,
মুগ্ধ হয়ে যায় ।।
থিকথিকে কালিতে শ্বাস নিয়ে বেড়ায় , অন্য কারো কালি কানকো তে টেনে নেয় -- শুদ্ধ করে ফেলে টেনে
তার দেহে অনেক অনেক কালি জমে
ছটফট করতে থাকে সে
ধুকতে থাকে --
হা করে মরার মতো শ্বাস টানে ।
আমাদের প্যাটেন্ট করা কালি
কালির জন্য গর্বিত সবাই
কালির প্লাবনে ভরে যায় ইথার
একসময় কালো কালিতে সবার মুখও ঢেকে যায়
অনন্ত সময় ধরে চলতে থাকে আমাদের সাতার ।