আমাদের বাজে সময়গুলোতে আমরা নিজেকে আড়ালে রেখে নিজের কষ্টগুলো একান্ত নিজের কাছে রাখতেই পছন্দ করি। কারো সাথে শেয়ার করলে মানুষ কষ্টগুলো নিয়ে খোজাখুজি করবে, হাসাহাসি করবে এই ভয়ে আমরা নিজেকে আড়ালে রেখে সুখে থাকার অভিনয় করি। খারাপ সময় আসে আবার চলে যায়, তাই নিজেকে যত আড়ালে রাখা যায় ততই ভাল তবে কেউ কেউ দুঃখ আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে পৃথিবী থেকে, খুজে নেয় অন্য কোন পথ।
ঐ মানুষগুলো আমাদের পাশেপাশেই থাকে বুকে জমানো ব্যথা নিয়ে আমাদের মাতিয়ে রাখে, কাউকে বুঝতে দেয় না তার ভেতরের অবস্থান, বুঝতে দেয় না তার বুকের ভেতর কত বড় ঝড় চলছে, সব উথাল-পাতাল করে দিচ্ছে। আমরা টের পাইনা আমাদের গা-ঘেঁষে বসে থাকা হাসিখুশি মানুষটি গোপনে কতটা একা। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার মনের সুন্দর সেই বনটি। আকস্মিক সেই ঝড়ে, ঝরে যাচ্ছে তার জীবনের সুন্দর সব সবুজ পাতাগুলো। আবার তারা নিজেই নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
অনেকেই পারে আবার অনেকে লোক-চোখের অন্তরালে চলে যায়। কান্না পেলে তারা একাই গোপনে কাঁদে, তবুও নিজের দুঃখ-ক্ষতগুলো কাউকে দেখায় না। কারণ লোকে তার দুঃখগুলো নিয়ে খেলবে মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়।
তারা পুকুরে ঢিল ছুড়ে খেলার চলে ব্যাঙ হত্যা করেই মজা পায়...
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



