হোয়াইট হাউজের এক শিক্ষানবিশ কর্মীর সঙ্গে গোপন প্রেম ছিলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির।
কেনেডি তার স্ত্রীর কক্ষে ওই শিক্ষানবিসের সঙ্গে শারিরীক সম্পর্কেও জড়িয়েছিলেন। এক আত্মজীবনীমূলক বইয়ে এমনটিই দাবি করেছেন হোয়াইট হাউসের ওই কর্মী।
বইটির নাম “ওয়ান্স আপন অ্যা সিক্রেট: মাই অ্যাফেয়ার উইথ প্রেসিডেন্ট জন এফ কেনেডি এন্ড ইটস আফটারম্যাথ”। বইটির লেখিকা মিমি আলফোর্ডই কেডেনির সেই গোপন প্রেমিকা।
ওই সময় আলফোর্ডের বয়স ছিল ১৯। ১৯৬২ সাল থেকে শুরু করে ১৮ মাসব্যাপী মি. কেনেডির সঙ্গে তার প্রেম ছিল বলে আত্মজীবনীমূলক বইটিতে উলে¬¬খ করেছেন মিমি।
আলফোর্ড বইয়ে লিখেছেন, পানাহারের এক আসর শেষে কেনেডি তাকে জ্যাকি কেনেডির বিছানায় নিয়ে গিয়েছিলেন।
ওই সময় কেনেডি যৌন উত্তেজক ওষুধও ব্যবহার করেন।
কেনেডি নিহত হয়েছেন ১৯৬৩ সালে। আর সেই মিমি আলফোর্ডের বয়স এখন ৬৯ বছর। দাদী হয়েছেন তিনি। গির্জা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে এখন তার অখন্ড অবসর।
আত্মজীবনীতে তিনি বলেন, “আমেরিকার সবচেয়ে বিখ্যাত মানুষটিকে কাছে পাওয়ার বাসনায় তাকে বাধা দেওয়ার আদৌ কোন প্রশ্ন ছিলনা।”
আলফোর্ড এও জানান যে, প্রেমের দিনগুলিতে কখনো কেনেডিকে ঠিকভাবে চুমুও দেননি তিনি । কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলে তিনি তাকে শারিরীক সম্পর্কে জড়ানোর জন্য প্রলুব্ধ করেন।
সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




