কেন আজ কাব্যিক ভাষার খোঁজে ছুটতে থাকো
যখন তোমার একটু মনযোগ প্রত্যাশায় থাকে এক জীবন্ত কবিতা?
কোন মহাকাব্যের সন্ধানে তুমি ব্যস্ত?
যখন দুই-হৃদয়ের প্রতিটি বোধ, এক একটি
মহাকাব্যিক ব্যঞ্জনা নিয়ে ফোটে এবং ঝরে যায়।
আর চোখ থেকে নামা প্রতিটি ব্যাথাশ্রুবিন্দু জন্ম দেয়
অজস্র জীবন্ত ট্র্যাজেডির!
তখনও পৃথিবীর ধুলো ও কাঁদায়, আলো-ছায়ায়
ট্র্যাজেডি খুঁজে ফিরছো তুমি বৃথাই।
কেন এই আত্মমগ্নতা আজ,
যখন প্রেয়সী ঠোঁটে রাখতে উৎসুক আকর্ষণীয় ওষ্ঠগোলাপ?
যে সম্মিলিত ওষ্ঠ থেকে জন্ম হতে পারে-
রোমান্টিক কিছু পঙক্তিমালা,
প্রেমময় গীতিকবিতা,
মোহময় কিছু ছন্দোবদ্ধ প্রাণের।
কবিতার অসমাপ্ত পাণ্ডুলিপি ফেলে রেখে,
হারাও ওই ভালোবাসার কাব্যাঙ্গনে।
সৃষ্টি করে চলো অনন্য কিছু জৈবনিক মহাকাব্য,
এবং সে জৈবনিক কাব্যের সম্মানে বিসর্জন দাও
সব অচ্ছুৎ, তুচ্ছ, ব্যর্থ, মৃত কাব্যপ্রচেষ্টা।
২৭-০১-১৬
(শহীদুল্লাহ্ হল)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৭