আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সবাই কোন না কোন ই-মেইল এড্রেস ব্যবহার করছি। আর ই-মেইল Client Softwareও ব্যবহার করছি। আজ এমন একটি সফ্টওয়ার এর কথা বলব যেটি আপনাদের সবারই ভাল লাগবে। এই সফ্টওয়ারটি আউটলুক এসপ্রেস, ইউডোরা, টান্ডাবার্ডস ইত্যাদি সফ্টওয়ার থেকে অনেক সহজ ভাবে কনফিগার করা যায়। এবং এর স্পীডও বেশী। আর এর Graphical Interface খুব সুন্দর। এই অসাধারণ সফ্টওয়ারটি নাম IncrediMail। এটি এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
কনফিগার প্রক্রিয়া:
১. সফ্টওয়ারটি ডাউনলোড করে সেটাপ করে নিন।
২. সফ্টওয়ারটি রান করুন।
৩. Tools Menu হতে Accounts এ Click করুন। Mail Accounts Dialog box আসবে।
৪. Add এ ক্লিক করলে Account Wizard Dialog box আসবে।
৫. Let me Configure Settings myself এ সিলেক্ট করে Next এ ক্লিক।
৬. Your Name is box এ নাম টাইপ করতে হবে এবং Your E-Mail Address Box এ ই-মেইল এড্রেস টাইপ করে
৭. Next এ Click দিলে সফ্টওয়ারটি Auto ভাবে উক্ত মেইল একাউন্টের pop ও smtp Server কনফিগার করে নিবে।
৮. এবং Username ও Password চাইবে।
১০. এখন Username box এ UserName এবং Password Box এ Password টাইপ করে Finish এ ক্লিক।
ব্যস হয়েগেল IncrediMail এ মেইল একাউন্ট কনফিগার।
পোষ্টটি এই লিংকে বিস্তারিত দেখতে পাবেন।
কোন সমস্যা হলে জানাবেন। পারলে মন্তব্য করুন। ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




