ভুলের দ্রাঘিমায় রচেছো সূর্য বাসর
অর্ধেক দেহ নতজানু মিথ্যার বেদীতলে
অর্ধেক ভাসমান সন্দেহের দরিয়ায়।
ছলনার যাপিত জীবন বার বার
অমিমাংশার ধোঁয়ায় হয় একাকার।
তবু ছুটে চলা প্রত্যহ অলিক সন্ধির খোঁজে
প্রচেষ্টার প্রান্তিকে এসে নিয়তই
বাতিঘরের নিভু নিভূ আলোর সন্ধান।
ভ্রমের মলিন দস্তানায় আরোপিত রঙ লেগে থাকে
মেকি রঙে কলুষিত হয় মলিণ পাঁকুর ফুল
সে ফুলের অযাচিত সুবাস অহেতুক শুণ্যে মিলায়।
দীর্ঘশ্বাসের দিন নাতিদীর্ঘ দেহে বারংবার যদি করো গ্রহন
তবে তো বিকোবেই হৃদয় অর্ধেক দামে
স্বযতন স্বপন ঠাঁই নেবে ভুল মানুষে - মূল্যহ্রাসের ভিড়ে।
এবং কাঁদবেই পাখি অচিন সুরে
অন্য আকাশে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



