বাতাসে ঝরে পরা পাতারাই ওড়ে
এবং খড়-কুটো, পরিত্যাক্ত কাগজ
আমার বাতাসে ওড়া হয়না।
যেহেতু আমি খসে পরা পাতা নই
কিংবা খড়-কুটো অথবা পরিত্যাক্ত কাগজ।
আমি গৃহজীবি , গৃহেই আমার বসবাস
পরিমিতির আবর্তে নিমজ্জিত সংসারী এক
বন্দী থাকি চার দেয়ালের ঘেরা টোপে।
ঘুলঘুলি গলে আলো আসে
আলোর সঙ্গে মৃদুমন্দ বাতাস -
আমি না দেখা আকাশের চাঁদোয়ার নিচে
বাতাসকে কেবল অনুভব করি
আলোকে কিঞ্চিৎ অবলোকন করি।
আমার আকাশ দেখা হয়না
বাতাসেও ওড়া হয়না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



