যে টুকু উষ্ণতা শেষ সম্বল
মুঠোবন্দী থেকে থেকে মিইয়ে যায়
কী এক অসম্ভব প্রতীক্ষায়।
আড়মোড়া ভেঙ্গে ক্লান্তি তাড়ায়
গ্রীবার লাল পিঁপড়া
পিঠের ঢালে লেপ্টে থাকা জন্মের দাগে
উল্কি আঁকা জনকের মুখ।
সঞ্চিত সময় ভুলে যায় সংকল্প যখন
তখন সমূহ আবিশ্বাস সহজলভ্য হয়।
ভিনেগারে নিমজ্জিত খয়েরি জয়তুন,
তবু - কেন তুমি নিজেতে ধারণ করো অচেনা একজন?
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



