আপন তারিক সাহেব, আপনি কোন অন্যায় করেন নি, কারণ করার প্রশ্নও আসে না,
আপনি মাঝে মাঝে চ্যাটে জিজ্ঞেস করতেন, একে কেমন লাগে ওকে কেমন লাগে?
না, এটা তেমন কোন খারাপ দিক না, কারণ মানুষের কৌতোহল থাকা স্বাভাবিক, যদিও সবার তা থাকে না ।
যা হোক ।
আপনার প্রশ্নবানে আমি যথেষ্ট বিব্রত বোধ করলেও আমি তা খারাপ চোখে দেখছি না, এটি দেখছি আমি কৌতোহূলী চোখে ।
তারপর কৌতোহলটা আমাকেও গ্রাস করল:
আমিও তখন দেখতে লাগলাম, আমার ভিতরটাকে আমিও কি সবার অনেকের কৌতোহলী কিনা, অথার্ত আমি আমার মনের ভিতরে থেকে একবার ঘুরে আসলাম এবং যে ফলাফল পেলাম এতে মনে হল আমিও সবার মতই কিন্তু কিছুটা ভিন্ন । কিছুটা ভিন্নর জন্যই আমি রিফাত হোসেন আর রহিম(কাল্পনিক নাম) , করিম(কাল্পনিক নাম) । শুধু কিছুটা চিন্তা চেতনা আকৃতির পাথর্ক্য এর জন্য আমরা একে অন্য আলাদা কিন্তু মনের ভিতরের দিকে দেখলে পাথর্ক্যটা অনেক অনেক কমে আসে।
কেন? তা আমি তা সত্যিকার অর্থে জানি না, হয়ত বিধাতার বিধান ।
যা হোক । তারপর আমি আমার নিজের ভিতর থেকে নিংড়ে অনেক সত্যকে তুলে ধরতে সচেষ্ট হয়েছি, যত ঝড়ই বয়ে যাক না কেন আমার উপর দিয়ে !
চেষ্টায় রত আছি, জীবনকে তুলে ধরার ।
সব কথা নাই বললাম, থাকুক না, কিছু কথা মনের কৃষ্ণ গহবরে ।
এই বলে এই পরচর্চা কারবারের ইতি টানলাম ।
ইতি
রিফাত হোসেন

----------------------------------------------------------------------------------------------বন্ধুত্ব ;;;;;;
জীবনের অন্যতম একটি অধ্যায় ও অংশ, অন্তত আমার কাছে তাইই মনে হয় ।
আব্বার কথায় বলি, আব্বা বলত যে, বন্ধু হচ্ছে সময়ের বন্ধু , সময়ের শ্রোত যেভাবে প্রবাহিত হয়ে থাকে, ঠিক সেভাবেই সময়ে সময়ে তাদের সঙ্গ মিলে এবং হারিয়ে যায় কিংবা ছুটে ।
আমি অনেকটা একমত হলেও সবটুকু না । আমিও সবার মতনই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করি । চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



