somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - ২

০৯ ই মে, ২০১০ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - ১
মিনহাজ উদ্দিন বলেছেন: ভাইজান দেখি গরু খাটা খাটছেন.. এখন নিচের প্রশ্ন গুলোর উত্তর দেন.....? আর দুইটা মাইনাস লন (মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই ছোট বেলায় স্যারদের কাছ তেকে শিখেছিলাম...প্লাস না হলে কিন্তু আমার দোষ না ...)

১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?
৩.লিনাক্স নতুন করে ইনস্টল দিতে কি হার্ডড্রাইভ পার্টিশন দিতে হবে?
৪.লিনাক্সে কতোটুকো লিখে কমান্ড দিতে হয়...
৫.কমান্ড মুখস্ত না থাকলে কি করনিয়?
৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?

লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...
-------------------------
১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
উত্তর: অভ্র থাকতে বিজয় কেন? ইউনিজয় কি যথেষ্ট নয় !

২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?

উত্তর: আমার জানা নাই । কারণ আমার মোবাইলের মেমোরিকার্ড এমনিতেই পায় । তাই সমস্যায় পড়লে সমাধান করতে পারতাম । তাছাড়া উবুন্টু এই ধরনের বিশেষ সফট সম্বন্ধে ধারনা নাই ।

৩.লিনাক্স নতুন করে ইনস্টল দিতে কি হার্ডড্রাইভ পার্টিশন দিতে হবে?
উত্তর: দিলে ভাল তার আগে অবশ্যই ব্যাকআপ নিতে হবে বর্তমান ডাটাগুলোর । কারণ উইন্ডোজ পুরোটই ঝামেলা যেখানে টেম্প, ডিফ্রাগ, স্ক্যান বহুত রকমের পেচাঁল আছে ।

৪.লিনাক্সে কতোটুকো লিখে কমান্ড দিতে হয়...
উত্তর: উবুন্টুর আগমনের পর থেকে কমান্ড কে bye bye !B-) দেবার দিন চলে এসেছে । আর কিছু বলার নাই । তবুও যে সব দিতে হয় তা সঠিক ও বিশ্বাসযোগ্য সূত্র থেকে দিতে হবে । কারণ এটি স্পর্শ কাতর ব্যাপার । তবে কিছু কমন কোডিং তা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন । ;) কিছু রেগুলার কমান্ড জানতে ভ্রমন করুন Click This Link

৫.কমান্ড মুখস্ত না থাকলে কি করনিয়?
উত্তর: একসময় ডস ছিল তখন মানুষ যেভাবেই হোক কমান্ড শিখেছে কিন্তু তখন গুগল বা ইন্টারনেট ছিল না বা প্রসার ছিল না । ;) তখন যদি ব্যবহার করতে পারে তাহলে এখনও সম্ভব । :P এখন মূল ব্যাপার হচ্ছে কেন কমান্ড ব্যবহার করবেন? কোন ক্ষেত্রে ? সবাই এখন কমান্ড কমান্ড করছে কিন্তু কি জন্য ব্যবহার করবে সেটা বলছে না । :) এখন যদি কোন গেইম ইনস্টল করতে হয় তাহলে উইন্ডোজে আমরা সিডি ঢুকাই অথবা নেট থেকে খুজে ডাউনলোড করি তারপর ক্রেক বের করতে হয় বা মাউন্ট করতে হয় । অনেকক্ষেত্রে এসব গেইম দুই একটা ফাইলের কারণে চলে না । কিন্তু লিনাক্সে এই সমস্যাটা নাই । তাই এর কোডিং ব্যবস্থা । গেইম এর ওয়েব সাইটে বা সফটওয়্যার এর ওয়েব সাইটে ডাউনলোড লিংক ডেব ফাইল হিসেবে দেওয়া আছে নতুবা পুরাতন কোডিং লাইন দেওয়া আছে যা নির্দেশীকা অনুযায়ী পেষ্ট করে গেলেই চলবে । আর কি বোর্ড থেকে ইয়েস হিসেবে Y চাপলেই চলবে ।

৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?
উত্তর: লিনাক্সের জন্য আলাদা গেইম আছে । তবে উইন্ডোজের গেইম ও সফটওয়্যারও লিনাক্স প্লাটফর্মে চালানো যাবে । সেক্ষেত্রে দৈত (ডুয়েল বুট বা একাধিক অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ রাখতে হবে) । এতে সহায়তা করবে wine নামে সফট যা ubuntu software center সার্চ করে খুজেঁ পাবেন । আরও ডেব গেইম এর জন্য ভ্রমন করুন http://www.playdeb.net/welcome/ অথবা Click This Link । বাংলায় লিনাক্সের গেইম এর রিভিউ চাইলে ভ্রমন করুন Click This Link । চেষ্টা করব আগামীতে লিনাক্সের গেইম এর রিভিউ তৈরী করতে ।

লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...
উত্তর: ভ্রমন করুন Click This Link


---------------------
গৌতম রায় বলেছেন: উবুন্টু ১০.০৪-এ গ্রামীণফোনের নতুন মডেম (Huawei E 1550) কাজ করছে না। গুগলে সার্চ দিয়ে প্রজন্ম ফোরাম, আমাদের প্রজন্ম ও সামহোয়্যারইনব্লগের কয়েকটা লেখা দেখে wvdial-এর deb ফাইল নামিয়ে ইনস্টল করার চেষ্টা করলাম, কিন্তু সেটিও উবুন্টুর এই সংস্করণে কাজ করছে না। এখন এর জন্য কী করতে পারি?
উত্তর: আমি কোন টেকি পাবলিক না । গুগলই আমার ভরসা । Click This Link আর Click This Link দুইটা পেয়েছি । কারণ অনেকে উপরের লিংক গুলো থেকে উপকার পেয়েছে তাই বিশ্বাসযোগ্য মনে হল । আশা করি সহায়তা করবে । আমার যদি থাকত তাহলে প্র্যাকটিক্যালি করতে পারতাম । :)
আরও একটা তথ্য বহুল পোষ্ট করেছেন একজন ব্লগার Click This Link যাতে ইতিমধ্যে গৌতম রায় সাহেব ইতিবাচক ফলাফল পেয়েছেন ।
---------------------------------
একাকী বালক বলেছেন: লিনাক্স উইন্ডোতে ক্লোস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এই বাটন গুলা ডান সাইডে আনা যায় কি?
উত্তর: ১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor ।
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu ) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu

অথবা

ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন। :D :Dব্যাস বাটন ডানে।

উপরের নিয়মে menu টার অর্থ উইন্ডো এ প্রগ্রামটার যে ছোট্ট আইকন দেখায় সেটা। আর কোলন দ্বারা বাম ও ডান দিকের জিনিসপত্র পৃথক করা হচ্ছে।
-------------
মদন বলেছেন: মবিডাটা সেটাপ দিবো কিভাবে??
উত্তর: আমি কোন টেকি পাবলিক নই ।

IMEI and S/N মবিডাটার ইমেইল ঠিকানায় পাঠিয়ে লিনাক্সের জন্য ড্রাইভার বা সিডি চান ।
[email protected], [email protected]

অথবা

http://www.mobidata.cn/en/product মডেল অনুযায়ী খুজে ইনস্টল করুন ম্যানুয়ল ও দেওয়া আছে ।

উপরের এড্রেসটা হল
EDGE.GPRS.GSM Linux (Reference version)

kenel(2.4&2.6)

MBD-100EU,

MBD-200EU,

MBD-300EU,

প্রযোজ্য

আশা করি ঠিক হয়ে যাবে ।:)

অথবা

এটি দিয়ে উইন্ডোজ ড্রাইভার ইনস্টলের জন্য ডাবল ড্রাইভার(Double Driver) বা এ জাতীয় সফটওয়্যার এর সাহায্য নিন যাতে আপনার ড্রাইভারের ".inf" এবং ".sys" ফাইলদুটি পেয়ে যান। এটি আপনি ড্রাইভারের সেট আপ ফাইল দিয়ে পাবেন না। এবার উবুন্তু বা ডেবিয়ানে ইনস্টল করে নিন ndisgtk এবং ndiswrapper-utils প্যাকেজ দুটি।

কমান্ডঃ
sudo aptitude install ndisgtk ndiswrapper-utils

এবার গ্র্যাফিক্যাল ndisgtk এর সাহায্যে আগেই ড্রাইভারের ব্যাকআপ থেকে ".inf" এবং ".sys" ফাইল দুটি দেখিয়ে দিন এবং কনফিগার করে নিন।
এরপর প্রতিবার মেশিন যাতে ndiswrapper কার্নেল মডিউল লোড করে স্টার্ট হওয়ার সময় সেজন্য কমান্ড দিন

$ sudo echo “ndiswrapper” >> /etc/modules

আপনারা ও চেষ্টা করুন এবং ফলাফল আসতে পারে । কিন্তু এটি টেস্ট করতে হবে । আমার কাছে মডেম নাই । :( থাকলে আমি নিজেই করতাম ।

অথবা

ইতিমধ্যে জানা গিয়েছে এখান থেকে Click This Link যে সমস্যা কার্ণেল এ । তাই এখানে ম্যানুয়েলী আপডেট করতে হবে । Click This Link অথবা নিচের নিয়ম অনুসরণ করতে হবে । আপনি যদি লেটেস্ট উবুন্টু ব্যবহার করে থাকেন ১০.০৪ তাহলে সাথে দেওয়াই আছে ।

Use apt-get command. First find your kernel version:

uname -r
Next find available kernel images:

apt-cache search linux-image
Now install kernel by explicitly specifying version number:

apt-get install linux-image-x.x.x-xx
OR
sudo apt-get install linux-image-x.x.x-xx
আর সম্পূর্ণ ম্যানুয়ালি চাইলে এইখান থেকে ডাউনলোড করুন লেটেস্ট কার্নেল এরপর সেটআপ করুন > http://kernel.org/ এবং তা করতে হবে গিট ব্যবহার করে পেচ থেকে কার্নেল আপডেট করতে হবে।

অথবা

আর ও একজন ব্লগার বলেছেন মবিডাটা সম্পর্কে

Click This Link

উবুন্টুর নতুন ভার্সন তথা উবুন্টু ৯.০৪ এ মবিডাটা সাপোর্ট করলো...।আমি উইন্ডোজ এক্সপি তে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিয়ে উবুন্টুতে ঢুকলাম আর আমার নেট কানেক্ট হয়ে গেল। কিন্তু একটা সমস্যা হচ্ছে এক্সপি হতে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিলে উবুন্টুতে নেট পায় কিন্তু সরাসরি উবুন্টুতে ঢুকলে নেট পায়না...।
---------------------------------

উইন্ডোজের গেইম ও সফটওয়্যারও লিনাক্স প্লাটফর্মে চালানো যাবে । সেক্ষেত্রে দৈত (ডুয়েল বুট বা একাধিক অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ রাখতে হবে) । এতে সহায়তা করবে wine নামে সফট যা ubuntu software center সার্চ করে খুজেঁ পাবেন । তবে সফটওয়্যার নয়, এর তালিকা পাবেন এখানে http://appdb.winehq.org/index.php


লিনাক্সে বোকা-সোকা প্রশ্নঃ ডিফ্র্যাগম্যান্টেশন, এরর চেকিং আর ফরম্যাট
ভ্রমন করুন Click This Link

Ultamatix 1.8.0-3 একটি সফওয়্যার যেখানে দাড়ুন গেইম পাওয়া যাবে আর তা ইনস্টল অনেকটা সহজ করে, কারণ এতো নেটে খুজঁতে হয় না । Click This Link এই লিংক থেকে Ubuntu/Debian DEB ALL এই ফাইলটি ডাউনলোড করবেন তাতে সহজ হবে ইনস্টল করতে । tar.gz ফাইলও ডাউনলোড করে ইনস্টল করা যায় তবে নতুনদের জন্য Debian DEB ALL ফাইল সিস্টেমই ভাল ।

আমি নিজেই ১ মাসের লিনাক্স ব্যবহারকারী । :D তার উপর সাহস করে এই আর্টিকেল লিখছি ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬
৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×