আমি যদিও ডাইরেক্ট ডাউনলোড পছন্দ করি তবু্ও টরেন্ট আমার প্রথম পছন্দ ছিল । কিন্তু ভাইরাস জনিত কারনে আর স্পিড এর সমস্যায় একে তেমন একটা গুরুত্ব দেই না ।
কিন্তু মনে হচ্ছে আমরা চাইলেই একে সংগঠিত করে শক্তিশালী করতে পারি । যারা বিভিন্ন বিশ্ব বিদ্যালয়, স্কুল, কলেজের ল্যান ব্যবহার করেন তাদের কথা আলাদা । কিন্তু আমরা চাইলেই এই ইন্টারনেট দিয়ে শক্তিশালী হতে পারি ।
কারন অনেক মুভি, গেমস, ডাটার ডাইরেক্ট লিংক পাওয়া যায় না অথবা পাইরেসির অভিযোগে মুছে ফেলা হয় । (ডাইরেক্ট ডাউনলোড)
তাই যারা টরেন্টের ডাউনলোড দিয়ে মুভি দেখেন কিংবা গেমস খেলেন কিংবা গ্রুপ এমপি থ্রি গান ডাউনলোড করেন তাদের জন্য একটা গ্রুপ বানাতে চাই ।
সেটা আমরা আর অতিরিক্ত গ্রুপ সংগঠন নিয়ে করব না । আপাতত সিরেমাখোর গ্রুপটাকেই গ্রাউন্ড হিসেবে নিতে পারি ।
তাই যারা টরেন্ট দিয়ে মুভি ডাউনলোড করবেন, তারা যেন ব্লগের এই পোষ্টে জানান । এতে অনেক দাড়ুন মুভির খোজ পাব আর সবাই একসাথে উপভোগ করতে পারব । আর গেমসতো আছেই ।
তো হয়ে যাক ...
ঝটপট লিংক দিয়ে দিন যেখান থেকে টরেন্ট ফাইলটি নামাচ্ছেন ....
আমি এখন ডাউনলোড করছি /life-is-beautiful মুভি টি Click This Link রিভিউ- Click This Link
শুভ টরেন্টি ডাউনি
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




