আপনিও পারবেন !
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১-১০ ও খাদ্যভাস পরিবর্তন-১ ও কিছু ভ্রান্তি-১
১৪.০৫.২০১২
আজকে মাত্র ১ ঘন্টা ব্যায়াম করলাম । এর মাঝে প্রথমেই ১৫ মি. দৌড় ১৫০ ক্যালোরী ফিনিতো ।
হাতে আমি যন্ত্রে সর্বোচ্চ ২২ কিলো. টানতে পেরেছি, ছবির মত

তবে হান্তেল ৭.৫কিলো এর উপর টানতেই পারি না ।
আজ ওজন মাপলাম । ৭৪.৫ কিলো !
যদি এভাবে ধরে রাখতে পারি ইনশাল্লাহ রোগ মুক্তি + সুগঠিত সুঠাম দেহ পাব । ৭৬ কিলো থেকে ১.৫ আসার পত কঠিনই ছিল । কেউ যদি বলে এত অল্প ,এর থেকে অনশন করা শ্রেয় !
চিকন মানেই যে স্বাস্থ্যবান নয় জানতে পড়ুন
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -১০ খাদ্যভাস পরিবর্তন-১ ও কিছু ভ্রান্তি-১
তবে মূল কথা যেটা হল, আগের থেকে কাজে ফূর্তি পাচ্ছি, চঞ্চলতা ফিরে এসেছে অনেকটা হারানো দিনের মত । ট্রেনের, বাসের বা ট্রামের কিংবা পাতাল ট্রেনের জন্য হালকা দৌড়িয়ে বা জোড়ে হেটেঁ সিড়িঁ পাড় করা পানিভাত !
whey প্রোটেইন কিনার ইচ্ছা আছে তবে তা বুঝতে পারছি না , নেওয়া ঠিক হবে কিনা ।
আগে মনে করতাম পেট ফুল থাকলে শক্তি অফুরন্ত থাকবে , যা কঠ্ঠিন ভুল ছিল । পেট খালি থাকলে মস্তিষ্ক এর মাধ্যমে শরীরে এনার্জির জন্য খাবার দরকার এই জন্য ব্যথা শুরু করে । তবে পানি খেলে বা হালকা পেট ভর্তি থাকলে এই ঝামেলা মস্তিষ্ক করে না ।
নিজের উপর নিজে বাটপারি ।



সফলও হয়েছিলাম ।
এই ছবি পোষ্টানের সময়ই পেটে ক্ষুধার টান অনুভব করছি । এখন আহার করতে হবে । চিরাচরিত বাঙ্গালীয়ানা ১ প্লেট ভাত, আলু ভাজি, মুরগীর ঠ্যাং
তাই অনেকে বলে আলু পুষ্টিকর, বাঙ্গালী ভাত ছাড়া কিচ্ছু চিনে না ।
যদি ঠিকমত বার্ন বা জ্বালাতে না পারেন তো শরীরের আভ্যন্তরীন নিয়মে এত জমা তো করবেই । আর খাওয়া ক্যালোরী অনুযায়ী , ক্যালোরী ধ্বংসকারী কাজ না করলে তো মেদ জমবেই ।
ভাত ১০০ গ্রাম এই ২০০ এর কাছাকাছি কার্বো হাইড্রেড থাকে । ভাতে মোটেও কোলেস্টেরল জাতীয় কিছু নাই অন্তত সিদ্ধচালে নাই তবে অল্প পরিমানে ফ্যাট আছে ।
এরকম নুডল বা রুটি বা আলু সব গুলির জন্যই প্রযোজ্য । মূল কথা হল অল্প খেয়ে বেশী পানি পান করতে হবে এতে পেট ভরে যাবে ও
৩ বা ৪ ঘন্টা পর পর আহার করুন বা ফলমূল চিবাতে থাকুন । ফলমূলে বালাস্টষ্টফে পূর্ণ থাকে আর ভিটামান তো অবশ্যই । বালাস্টটফে এর বাংলা ভুইলা গেছি গা ,
দোয়া করেন যাতে রোগমুক্তি পাই ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




