চট্টগ্রামে ব্যাপক হারে দেখা দিয়েছে চোখের প্রদাহ
চট্টগ্রামের চোখ ওঠা বা প্রদাহ (কনজাংকটিভাইটিজ) ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। ছোঁয়াচে হওয়ায় রোগটি একজন থেকে আরেকজনে খুব সহজেই বিস্তার লাভ করছে। তবে রোগটি আপনা-আপনিই সপ্তাহান্তে ভালো হয়ে যায় বিধায় এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সকরা। ঋতু পরিবর্তনে চোখের এ জাতীয় সমস্যা স্বাভাবিক বলে জানিয়েছেন তারা। প্রাথমিকভাবে এ রোগের শুরুতে চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের কোনায় ময়লা জমা, চোখে ব্যথাসহ নানা উপসর্গ দেখা যায়। বছরের এই সময়টিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তনের কারণে এ রোগের জীবাণু সক্রিয় হয়ে ওঠে। ব্যাকটেরিয়া, ভাইরাস এমনকি এলার্জিজনিত কারণে চোখে প্রদাহ হতে পারে। তাই চোখের প্রদাহ দেখা দিলে নিজে নিজে চিকিত্সা না করে বিশেষজ্ঞ চিকিত্সক দ্বারা কি কারণে প্রদাহ হচ্ছে তার চিকিত্সা নেয়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. ইকবাল মাহমুদ।
চোখের প্রদাহ ছোঁয়াচে বিধায় এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই ভালো। ধুলাবালি, বাতাসে ভেসে থাকা পরাগরেণু থেকেও এ রোগ হতে পারে বিধায় প্রয়োজনে চোখে সানগ্লাস ব্যবহার, এছাড়াও রোগীর ব্যবহার্য দৈনন্দিন জিনিসপত্র থেকে দূরে থাকা এবং বেশি বেশি করে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




