কয়েকদিন থেকেই একটা প্রশ্ন ঘুরছে মাথার ভিতর। অনেক এনালাইসিসের পরও কোন উত্তর বের করতে না পেরে আপনাদের দ্বারস্থ হলাম।
বৃটেনের রাজা অষ্টম এডোয়ার্ড সিম্পসনের জন্য ব্রিটিশ সাম্রাজ্য ত্যাগ করেন, সম্রাট শাহজাহান মমতাজের জন্য বিশ বছরের সাধনায় তাজমহল বানিয়ে রেখেছেন, হেলেন এর জন্য প্যারিস ট্রয় ধ্বংস করেছিল, ক্লিওপেট্রার প্রেমে পাগল এন্টনীকে পরাজীত করতে অগাস্টাস ছুটে গিয়েছে মিশরে জীবন বাজী রেখে, পার্বতীর জন্য দেবদাস উদভ্রান্ত প্রায়, টাইটানিকের রোজের প্রেমে পাগল জ্যাক নিজের জীবন দিয়েও ভালোবাসাকে বাঁচিয়ে দিয়েছিল মহাসমুদ্রের অতল গভীরতা থেকে (যদিও ফিকশান), ভ্যালেন্টাইন তার জীবন দিয়ে দিয়েছে তার প্রেয়সীর জন্য, আমার ব্যাক্তগত ভালোবাসার জন্য কালকে আমার দশ ডলার ঝরে গেছে আমার পকেট থেকে! এমনকি লাইলি-মজনু, শিরিন ফরহাদ--সবক্ষেত্রেই পুরুষদের ত্যাগই বেশি; ভালোবাসার জন্য কোন নারী ক্ষমতা ছেড়েছে, তেমনটা ইতিহাস দেখাতে পারে না; পুরুষ নারীকে ভালবেসে সর্বস্ব হারিয়েছে -এই রকম নজীর আরো ঢের আছে, নারীরা তার বিপরীতে ভালবাসার কি দৃষ্টান্ত রেখেছে ঝাতি আজ জানতে চায়?
সংবিধিবন্ধ সতর্কীকরনঃ প্রেমিক-প্রেমিকেরা মন্তব্য প্রদানে বিরত থাকিবেন, প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



