অশান্ত সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল নও তুমি
জন্ম থেকেই জাননা সমুদ্রের সীমানা কোথায়
কঙ্কণা,
তুমি নারী, ধীর লয়টাই তোমার পছন্দের
তুমি দেখ স্নিগ্ধ সকাল,খোলা আকাশ
দেখ শান্ত পাহাড়ের কোল ঘেঁষে ওঠা নতুন সূর্য।
কুয়াশাকে ছূঁতে চাও কিন্তু তাকে ছূঁতে দিতে চাওনা
ঝড়ে বিধস্ত আশ্রয় প্রার্থী দু’ফোঁটা জলকে
সযতনে চোখের কোনে আশ্রয় দাও
কিন্তু ঝড়ো হাওয়াকে
নিজের মধ্যে বয়তে দিতে চাওনা
কঙ্কণা,
তোমার জন্যেই লিখেছিলাম
জল তুলে নেয়া সমুদ্রের মতো
গভীর ইচ্ছের কথা
চোখের ইচ্ছায় দেখে নিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



