আমরা সবাই-ই কমবেশি মোবাইল ফোন ব্যবহার করি!কেউ প্রয়োজনে,কেউ শখের বশে,কারো কাছে মোবাইল ফোন আবার আভিজাত্য!নিত্য-নতুন ফিচার সমৃদ্ধ ফোন না হলে অনেকের চলেই না!গাঁটের ভুরি-ভুরি পয়সা খরচ করেও নোকিয়া এন-সিরিজ,স্যামসাং গ্যালাক্সি কিংবা সনি'র এক্সপেরিয়া সিরিজের ফোন চাই-ই চাই!কিন্তু সাথে মোবাইল নাম্বারটা যদি ভাল না হয় তাহলে অনেক আনন্দই মাটি হয়ে যেতে পারে!আবার অনেকেই আছেন যারা গ্রামীনফোন এর সংযোগ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন,নাম্বার বদলাতে চাইছেন না দেখে কলরেটের মাধ্যমে জবাই হচ্ছেন প্রতিনিয়ত!তারাও তাদের নাম্বারের শেষ ডিজিট গুলো অপরিবর্তিত রেখে নিতে পারেন বাংলালিংক,রবি,এয়ারটেল অথবা টেলিটক সংযোগ!তাহলে চলুন জেনে নিই বিস্তারিত...
গ্রামীনফোনঃ
গ্রামীনফোনে নাম্বার অপরিবর্তিত রাখার সুযোগ না থাকলেও আছে পছন্দের নাম্বারটি বেছে নেয়ার সুজগ!তবে এক্ষেত্রে আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা!
ক্যাটাগরি-এঃ শেষ ৬ সংখ্যা এক(০১৭**৭৭৭৭৭৭)-৩৫০০০ টাকা মাত্র
ক্যাটাগরি-বিঃ ক্রমিক অথবা ৩টি সংখ্যা এক(০১৭**১২৩৪৫৬ অথবা ০১৭**১১১২২২)-৬০০০ টাকা
ক্যাটাগরি-সিঃ ২টি সংখ্যা একি(০১৭**১১২২৩৩)-৩০০০ টাকা
প্রাপ্তিস্থানঃ মোটামুটি সব প্রধান সেবা কেন্দ্রেই পাওয়া যায়!শুধুমাত্র প্রি-পেইড!
বাংলালিংকঃ
গোল্ডেন নাম্বার পাওয়া যাচ্ছে গুলশান এবং মতিঝিল সেবা কেন্দ্রে!মূল্য ১০০০ টাকা,সাথে সংযোগ ফি!
এছাড়াও আপনি আপনার অন্য অপারেটরের নাম্বারটিকে বদলে নিতে পারবেন বাংলালিংক নাম্বারে। যদি আপনার নাম্বারটি হয় ০১৭১২৩৪৫৬৭৮ তাহলে আপনি পেতে পারেন ০১৯৭২৩৪৫৬৭৮!নাম্বারটি যদি বিশেষ কোন ক্যাটাগরির না হয় তাহলে শুধুমাত্র সংযোগ ফি প্রযোজ্য। বর্তমানে শুধুমাত্র পোস্ট-পেইড গ্রাহকদের জন্যই এই সুবিধা!
রবিঃ
আপনি আপনার পছন্দের শেষ ৬ টি সংখ্যা বেছে নিতে পারবেন!
নাম্বারটি হবে ০১৮৪১ সিরিজের এবং পোস্ট-পেইড।
সিল্ভার ক্যাটাগরি ৩৫০০ টাকা
গোল্ডেন ক্যাটাগরি ৫৭৫০ টাকা
এছাড়া ডায়াল ডুপ্লিকেশন এর জন্য আছে ০১৮৪২ সিরিজ!সংযোগ মূল্য ১৩৮ টাকা!কিন্তু নাম্বারটি কোন স্পেশাল ক্যাটাগরির হলে ক্যাটাগরি অনুযায়ী চার্জ প্রযোজ্য!
এয়ারটেলঃ
ডায়াল ডুপ্লিকেশন এবং স্পেশাল নাম্বার বেছে নেয়ার জন্য নিম্নলিখিত চার্জ প্রযোজ্যঃ
প্রি-পেইডঃ সংযোগ মূল্য ১৫০ টাকা,
পোস্ট-পেইডঃ সংযোগ মূল্য ৪৫০ টাকা
সাধারন নাম্বারঃ রিচার্জ ১০০০ টাকা
সিল্ভার নাম্বারঃ অতিরিক্ত ৫০০ টাকা+রিচারজ ৫০০ টাকা
গোল্ডেন নাম্বারঃ অতিরিক্ত ১০০০ টাকা + রিচারজ ৩০০ টাকা
প্লাটিনাম নাম্বারঃ অতিরিক্ত ২০০০ টাকা + রিচারজ ৩০০ টাকা
সুপার-প্লাতিনাম নাম্বারঃ অতিরিক্ত ৫০০০ টাকা + রিচারজ ৩০০ টাকা
প্রি-পেইড সংযোগ পাবেন শুধুমাত্র বনানী,উত্তরা,মিরপুর ও মতিঝিলের এক্সপেরিএন্স সেন্টারে,পোস্ট-পেইড যে কোন কাস্টমার কেয়ারে পাবেন!
টেলিটকঃ
টেলিটক-এর যে কোন কাস্টমার কেয়ারে যেয়ে চাহিদা জানাতে পারেন!নাম্বারটি Available হলে আপনাকে ফোনে জানানো হবে!সাধারণ নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র সংযোগ মূল্য ও ২৫ টাকা চার্জ প্রযোজ্য!সিলাভার নাম্বারের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং গোল্ডেন নাম্বারের ক্ষেত্রে অতিরিক্ত ৫৫০০ টাকা চার্জ প্রযোজ্য!
এটি আমার একটি গবেষণালব্ধ পোস্ট!ভুলত্রুটি থাকলে শুধরে দিবেন!ধন্যবাদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




