সুখ, দুঃখ, হিংসা....এই রকম কয়েকটা মাএ শব্দ দিয়ে কি জীবনের সব অনুভূতি প্রকাশ করা যায়...
.
আমরা মাঝে মাঝেই এমন সব অনুভূতির মুখোমুখি হই যা আসলে এই শব্দ কয়টি দিয়ে প্রকাশ করা কঠিন........
.
আচ্ছা ধরুন তো.........আপনি একজনকে মনে মনে অনেক ভালবাসতেন কিন্তু কখনও বলবার সাহস পাননি.........এরপর ধরুন মেয়েটার একদিন বিয়ে হয়ে গেল.............এর বেশ কিছুদিন পর ধরুন, আপনি না জেনেই কোন দরকারে একটা বাসায় গিয়ে দেখলেন যে এটা আসলে তার শ্বশুর বাড়ি।
.......
ঐ মূহুর্তে আপনার অনুভূতিটা কেমন হবে???
.........
এরপর ধরুন আগে আপনার সঙ্গে তার খুব বেশি কথাই হত না.......কিন্তু এবার সে আপনাকে দেখে খুব উচ্ছ্বাসিত হয়ে গেল। আপনার খোজ খবর নেয়া, খাবার দাবার নিয়ে ব্যাস্ত হওয়া এসব করতে লাগল.......
.......
তখন অনুভূতিটা কেমন হবে?????
....
...
আশা করি অনেকেই ঠিক এরকম না হলেও এর কাছাকাছি কোন অবস্তার স্বীকার হয়েছেন...............আশা করি তারা তাদের অনুভূতি গুলো শেয়ার করবেন......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




