দেশটা এখন রাজাকার আর ইতিহাস বিকৃতকারীদে স্বর্গরাজ্য... ইতিহাস আর সাংস্কৃতি বিকৃতি এখন এখন বিস্তার করেছে আমাদের প্রতিকৃতি বিকৃতিতে....
দীর্ঘ দিন পরে হলেও আমাদের ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা একাডেমীর চত্তরে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে... কিন্তু এখানেও ঢুকে আছে ইতিহাস বিকৃতকারীদের ভয়াল থাবার বিচরন....
ভাষা শহীদ আব্দুল জব্বার এর যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা বিকৃত ভাবে তৈরি করা হয়েছে.... আব্দুল জব্বার যে ধরনের টুপি ব্যাবহার করতেন সেটা বাদ দিয়ে অন্য ধরনের টুপি ব্যাবহার করা হয়েছে। (ছবিতে দেখুন বংলা একাডেমীর প্রতিকৃতি, আর ভাষা শহীদ আব্দুল জব্বার এর প্রকৃত ছবি)
প্রকৃত পক্ষে আব্দুল জব্বার কখনোই এই ধরনের টুপি ব্যাবহার করতেন না..... আর ওই সময় এই ধরনের টুপির প্রচলন ছিল না। তিনি শুধুমাত্র কিস্তি টুপিই ব্যাবহার করতেন...
যিনি এই ভাষ্কর টা তৈরি করেছেন তাকে প্রশ্ন করতে ইচ্ছা করে এই ধরনের টুপি পরা আব্দুল জব্বারকে কোথায় দেখেছেন? মনের মাধুরি মিশিয়ে প্রকৃতির ছকি আকা যায় কিন্তু একজন মানুষের প্রতিকৃতি তৈরি করা যায় না..... এখানে বস্তব সম্মত ভাবেই উপস্থাপন করত েহয়.... জনগন এখানে প্রকৃত আব্দুল জব্বারকে দেখতে চায়...আপনার মাধুরি মিশানো ভাবে না....
এই ধরনের বিকৃতি বাংলা একাডেমী কি ভাবে স্বৃকৃতি দিল?
সুতরাং আমি দাবি করব এখনই এই ধরনের বিকৃতি বন্ধ বরে প্রকৃত টুপির গঠনে সত্যিকার আদলে আমাদের ভাষা শহীদ আব্দুল জব্বারকে উপস্থাপন করা হোক....
আমরা আমাদের ভাষা শহীদ দের প্রকৃত আদলে দেখতে চাই... বিকৃত ভাবে না...
আর অসুন আমরা সবাই মিলে প্রতিকৃতি বিকৃতিদের প্রতিহত করি..
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৭ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




