ফিরে আয় দেখ কতটা অসহায় আমি তুই ছাড়া
-----------------------------------------------
তোকে নিয়ে এই আমার নয়তো প্রথম লেখা
তোর এমন হাজার অভিমান, সেও নয় প্রথম বেলা
কেমন করে ভুলে গেলি সেদিনেরই মিলন মেলা
হাত ধরে যে বাড়িয়ে ছিলি, ঘুমের ঘোরে সপ্ন বোনা
আঙুলে আঙুল চেপে গুনছি সময়, হয়না কেনো গোনা শেষ
কতো দিনতো হয়ে গেলো তবু তুই নিরুদ্দেশ
বালিশে মাথা চেপে লুকিয়েছি কত ঝরা অশ্রু ফোঁটা
ফিরে আয় দেখ কতটা অসহায় আমি তুই ছাড়া
ভালবাসি বলিনি হারিয়ে যদি ফেলি
চোখ মেলে দেখিনি হারানোর ভয় বেসি
তবু মনের ঘর আবার হয়ে গেলো হিরোশিমা
অনাদর অবহেলায় পরে থাকি সকাল থেকে সন্ধ্যাবেলা
তোর কথাটি ভেবে সারাক্ষণ মুখ হয়ে থাকে ভার
হাজারো সুখ সৃতি একটু ভুলের কাছে হয়ে গেছে ম্লান
শূন্য হাত যত বাড়িয়েছি তোর পানে
ফিরতে হয়েছে তত বেদনার নোনা জলে
তোকে ছাড়া বাঁচতে পারবো আমি
তবে সে বাচার কোনো মানে হয়না
তোকে ছেড়ে থাকতে পারবো
তবে থাকে নির্বাসন বললেও ভুল হবেনা
আকাশপানে তাকিয়ে ভাবি বৃষ্টি ফোঁটা যদি হতাম
রোদ্দুর স্নানে আগুন ধরিয়ে তোর কপাল ছুঁয়ে দিতাম
মাধবি রাতের ফোঁটা যদি ফুল হতাম
সুবাসিত করে তোর চারপাশ অভিমান গুলো মুছে নিতাম
এখন বলতে ভয় হয়না অনেক ভালোবাসি
তোর হৃদয়ের শব্দ টানে পৌঁছবেনা জানি
----------------------------------------------
৫:০১ ৯/১০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



