আমার ভালো লাগছে না , আমি একা থাকতে চাই, আমি নিবার্সন চাই । নির্জন,নিভৃত কোন জায়গায় । যেখানে নেই কোন মানুষের হুকাংর, নেই কারো হাহাকার, নেই কোনো মি: হাইড আর তার লোভী অশরিরী প্রেতাত্মা ।
আমি যেতে চাই সেই সুদূরে যেখানে সূর্য অস্তমিত হয় প্রাকৃতিক নির্জনে, চাঁদের আলোয় ফোঁটে মায়া পদ্ম । যেখানে উম্মুক্ত রাতের আকাশ ছেঁয়ে থাকে পরম মমতায় অপার নত্ররাজি নিয়ে,সকালের তরল আলো চুয়ে চুয়ে পড়ে তরু শাখা বেয়ে । সেখানে আমি আমার বৈঠা বাইব প্রাকৃতিক নিয়মে । আমি ঘুমাবো অকুন্ঠ চিত্তে, মৃত্তিকার বুকে ।
জানি এই ভাব চিরদিন থাকার নয়, হয়তো একদিন রবিনসন ক্রসোর মতই বলতে হবে "..... মানুষ ! উহ, একটা মানুষ, অন্তত একটা মানুষও কি বেঁচে আসতে পারলো না, যার সাথে একটু কথা বলা যাবে ...."
আমি জানি আমার সীমাবদ্ধতা কোথায়..... মানুষ হিসেবে আমি নিজেকেও বিশ্বাস করি না । তবুও যতদিন পর্যন্ত না মানুষের জঙ্গলে আবার ফিরে আসার ইচ্ছা জাগে অন্তত ততদিন পর্যন্ত না হয় নির্জন নির্বাসনেই কাটালাম ।
তবু আর কোন মানুষের বিষবাষ্প যেন আমায় কখনো স্পর্শ না করে ! আমি ত এক অর্থে মৃতই, আমার আবার বাঁচার নেশা কি ? তবে কি এখনকার মানুষেরা এই পৃথিবীকে জীবন্মৃতদের জন্যেও বাস অযোগ্য করে তুলেছে ।।
মানুষ ! ! ! আর কবে ? সত্যিকারের সত্য মানুষ হবা ...... ? কবে, আর সবাইকে যে পাল্লায় মাপো সেই পাল্লায় নিজেকেও মাপতে শিখবা ? কেন ভুলে যাও ? তুমি মানুষ ! লোভ, ঘৃণা, স্বার্থপরতা, অহংকার, পাপ, বড়ত্ব, হিংসা, পরশ্রীকাতরতা, অহম, গো, ইগো, মিথ্যা, প্রশংসা, লোক দেখানো, শত্রুতা, রাগ, ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা, প্রতারণা, কিপটামি, চাপাবাজি, নোংরামি, বিলাসিতা ইত্যাদি অসংখ্য কুরিপুর বিরুদ্ধে তোমাকে একলাই দাঁড়াতে হবে । আর কতকাল এই বোধটুকু শুধু পরের জন্যই তুলে রাখবে ?
------------------------------------------------------------------------
#শিশুরা বাদে, শিশুরা নিষ্পাপ....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



