মাননীয় প্রধানমন্ত্রী,
নাটোরের ঘটনাটা দেখলাম ইউটিউবে। এভাবে দিনে দুপুরে হত্যা। রামদা হাতে এভাবে ঘুরছে মানুষ। কেউ কি দেখার নাই? এই সব নৃশংসতার বিচার/শাস্তি হবে না? আওয়ামী লীগ করলেই কি সাত খুন মাফ?
মাননীয় প্রধানমন্ত্রী,
মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে সাতজনকে খুন করেছিলো সরকারী ছাত্রসংগঠনের* সভাপতি। সেই ছাত্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দিতে তখন আপনার পিতার বিন্দুমাত্র দ্বিধা হয়নি। আপনার দ্বিধাটা কোথায়? আর দ্বিধা যদি থাকেই তবে অনুগ্রহ করে নিজ পিতার নাম শেখ মুজিবুর রহমান লিখবেন না।
*এডিটেড। সরকারী ছাত্রদল বলায় অনেকে (এই দলে শামসীরকে এক্সপেক্ট করি নাই) জানতে চাইলেন আমি কি জাতীয়তাবাদী ছাত্রদল বুঝিয়েছি কিনা, তাহলে সরকারী দল বললে কি তাঁরা বলতেন আমি জাতীয়তাবাদী দল বুঝিয়েছি নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


