ছোট বেলায় ক্রিকেট খেলার প্রতি খুব পাগল ছিলাম, সেই স্মৃতি আজও চোখে বাসে।
এক দিন আমাদের বাড়ী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, ক্রিকেট খেলতে গেলাম, আসার পথে পকেটে হাত দিয়ে দেখলাম আমার পকেটে কোন টাকা নাই। এখন কি করি, কোন গাড়ি আমাকে টাকা ছাড়া নিবেনা। দেখলাম একটা ট্রাক অনেক্ষন থামিয়ে রেখেছে, আমি চিন্তা করলাম ট্রাকের পেছনে দাঁড়িয়ে চলে যাবো। যেই কথা সেই কাজ, ট্রাক গাড়ির পেছনে উঠে দাঁড়িয়ে গেলাম, যখন দেখলাম আমাদের ষ্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এখন কি করি?
ভাবলাম হাত ছেড়েদেই, তাহলেই তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো।
যেই চিন্তা সেই কাজ , হাত ছেড়ে দিলাম, রাস্তার নিচে লুটে পরে গেলাম আর কিছু বলতে পারলাম না। যখন জ্ঞান ফিরলো, দেখলাম আমার আব্বুর কোলে ডাযাগনোস্টিকের সিটে, চোখ মেলে দেখি আব্বু। আমি কোথায়?
আব্বু বললো জমের বাড়ী।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




