একদা স্বপ্নে হারিয়েছিলাম তোমায়,
গত গ্রীষ্মে পেয়েছি খুঁজে,
নিরাশা আজ ঘিরে আছে আমায়,
একটু ভালবাসা চাই তোমার কাছে।
জানি একদিন চলে যেতে হবে,
পৃথিবী ছেড়ে বহুদুর পরবাসে।
তার আগে কিছুক্ষণ কাটাতে চাই,
তোমার সাথে...
তোমার হাতটি ধরে...
সমুদ্রতীরে বসে দিগন্তের দিকে তাকিয়ে,
যেখানে সাঁঝের বেলা সূর্য অস্ত যাবে।
(...এই স্বপ্নের গভীরতা ৪২০ ফিট
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




