যেখানে সাঁঝের বেলায় সূর্য ডুবে যায়,
যেথায় ধীরে ধীরে চাঁদ দেখা দেয়,
সেই দিগন্তের দিকে তাকিয়ে, তোমার হাতে হাতটি রেখে,
একটি কথা, বলে দিতে চাই।
আনমনে- তোমার দিকে তাকিয়ে,
কথার ফুলঝুড়ি সাঁজিয়ে
অনুভুতি অন্বেষণে, তবু অনুভুতি খুঁজে নাহি পাই,
তাই বলা হল না, ভালবাসি তোমায়...
(tuning চলছে...)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




