আকাশের ওই তারাটা, মনে ছড়ায় কত ব্যাথা
অন্ধকারে বসে একা, ভাবছি আমি তোমার কথা।
বরষার জলে, ভেজা নয়নে- মনে পরে কত স্মৃতিকথা
নন্দনে ঘর সাজায়েছো তুমি, জানি ফিরে আসবেনা।
স্বপ্নঘুড়ি মেলছে ডানা, ইচ্ছে আমার তোমায় দেখা
তাই ভাবছি আমি তোমার কথা, জানি ফিরে আসবেনা...আর তুমি।
(tuning চলছে...)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




