বিক্ষুব্ধ জলতরঙ্গ, কোন আক্রোশে নিয়ে গেলে তুমি ওকে?
জলরাশির মাঝে আজও খুঁজে ফিরি আমি।
কৃষ্ণবর্ণ মেঘমালা, তুমি কিসের প্রলোভনে মনে করাও তার কথা?
বৃষ্টি ঝড়াও, বাড়াও মনের ব্যথা।
আজও কষ্ট পাই যখন ভাবি ও নেই।
সূর্যদেব, তোমার প্রখর রৌদ্র আজ আরও প্রখর লাগছে,
যমদূতেরে বলো গিয়ে, আমি জানতে চাই-
কেন সে নিয়ে গেল বন্ধুটিরে পৃথিবীর ওপারে?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




