মুক্তি চেয়েছ,তোমাকে মুক্তি দিয়ে
চলে যাব অনেক দুরে।
যে পদচিহ্ন রেখেছ হৃদয়ে,
সাগরের তীরের ন্যায় হয়তো
ঢেউ এসে মুছে দিবে না,
হয়তো আর কখনও হাসবো না।
যে ভালবাসা নষ্ট স্মৃতি হয়ে জমা আছে
তা হয়তো রক্তক্ষরন ঘটাবে হৃদয়ের।
তাতে কি হয়েছে,তোমার তো মুক্তি হয়েছে।
ভাল থেকো,আর ফিরব না তোমাকে জ্বালাতে....
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


