স্বাধীনতা স্বপক্ষের ব্লগারদের বলছি -
নিচের দুটি ছবির দিকে একবার চোখ বুলিয়ে দেখুন আর একটু ভাবুন কোন ঘটনা অথবা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দুই নেত্রী দেশদ্রোহী নিজামীর পাশে বসেছিলেন ?
তারা সেদিন কেন ঐ দেশদ্রোহীর পাশে বসেছিলেন সেটা ইতিহাস ঘাটলেই জানতে পারবেন কিন্তু আসল ঘটনা অন্যখানে । সেদিন তারা যে জন্যই গিয়ে থাকুন না কেন , এত বছর পরে জামাত - শিবির কিন্তু ঠিকই এইসব ছবি রেফারেন্স হিসেবে বার বার সবার সামনে নিয়ে আসছে , আর বলছে -- ওরা মুখে বলে আমাদের ঘৃনা করে , কিন্তু এই দেখুন প্রমান - আমাদের সাথে বসে মিটিং করতে অথবা ইফতারী করতে ওদের বিবেকে বাধা দেয়না ।
আজ স্বাধীনতার পক্ষের ব্লগাররা যারা এমনভাবে মানব বন্ধনের ছবিতে প্রকাশিত হয়েছেন যাদের নাম পত্রিকায় আসছে , তারা তো নিজেদের সরল মানুষিক অবস্হান ব্লগে সবার সামনে রাখতে পারছেন , কিন্তু একবার ও ভেবে দেখেছেন ? হাসিনা খালেদার মত একদিন আপনারাও জামাত - শিবিরের এরকম প্রপাগান্ডার শিকার হতে পারেন ? নিজেকে সেদিন যতই নির্দোষ প্রমান করার চেষ্টা করুন না কেন , সবাই সেদিন একটা কথাই বলবে -- ছবি কথা বলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




