কিশোরগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে বোরকা পরে বোনের বদল পরীক্ষা দেওয়ার সময় শহীদুল্লাহ আরমান (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
শহীদুল্লাহ আরমান স্থানীয় ওয়ালি নেওয়াজ খান মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শহরের মুক্তি স্মরণী এলাকার আবদুর রহমানের ছেলে।
আরমান সাংবাদিকদের বলেন, "ছোট বোন নাজমুন নাহার নাজু দুই বার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার বদলে পরীক্ষা দিচ্ছিলাম।"
হল পরিদর্শক হুমায়ুন কবির বলেন, "পরীক্ষা চলার সময় বোরকা পড়া একজন পরীক্ষার্থীর কণ্ঠস্বর শুনে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করি। এ সময় একজন মহিলা দপ্তরিকে দিয়ে তাকে পরীক্ষা করা হয়। দেখা যায় পরীক্ষার্থী একজন তরুণ
এ ঘটনায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুল্লাহ কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




