আমিও নিয়মিত গান শুনি কিন্তু একটা ফিচার অনেক দিন ধরেই খুঁজছিলাম অ্যানড্রয়েডে, পাই নাই। হঠাত করে এটা পেয়ে গেলাম।
নামটা হল প্লেয়ার প্রো।
যা যা করতে পারবেনঃ
১।
গান শুনতে শুনতে জাস্ট একটা শেক করেন ফোনটাকে, পরের গানে চলে যাবে
২।
আগে যে দিকে শেক করেছিলেন এবার তার বিপরীত দিকে করেন, দেখবেন আগের গানে
৩।
ইচ্ছেমত হেডসেট কাস্টমাইজ। যেমনঃ আমার টা সেট করেছি এভাবে,
- একবার বাটন প্রেস করলে পজ
- দুইবার করলে নেক্সট গান
- তিনবার করলে আগের গান
৪.
ভয়েস সার্চ
৫.
মিউজিক ফোল্ডার সিলেকশান
আর অন্যান্য নিয়মিত ফিচার গুলো তো আছেই।
ডাউনলোড করুন এখান থেকে
এটা চালাতে দরকার হবে অ্যানড্রয়েডের ২+ ভার্সনের
শেক ফিচার ইউজ করবেন যেভাবেঃ
ইন্সটল করার পর সেটিং এ যান।
শেক ইট সিলেক্ট করুন
এবার ইনেবল করুন
এবার সেন্সিটিভিটি ১১ করে দিয়ে বের হয়ে আসুন।
এবার দেখেন মজা কাকে বলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



