সরকার
দেখ,দেখ ভাই দেখ তোমরা এ কি কর্মকার,
চারিদিকে করছে জয়ধ্বনী সাবাস বাংলাদেশী সরকার।
মন্ত্রীর মান নেই,আছে কি গুন,
চারদিকে লাখে লাখে হয় শুধু খুন।
চোরা কারবারী হয় দ্বীগুন, কমবে কি আর?
দ্রবের দামে আগুন, দেশটা ছারখার।
গুন গায় নিজ মুখে,
দারিদ্র নাকি তারা রুখে।
দেশটাকে নিতে উন্নতির বিষম ছন্দ,
আদমজী জুট মিলআজ কেন বন্ধ।
শহরগুলো উন্নত প্রগতির ছন্দে,
গ্রামগুলো পড়ে আছে অন্ধকারের রন্ধে।
নিত্য-নুতন আইন, পাশ করে সরকার
প্রয়োগের বেলায় অস্ফুট কন্ঠে বলে ত্র কি দরকার?
এই তো আমাদের সোনার দেশ
নাম তার বল, জান কি?
নাম তার...... বাংলাদেশ।
করি বন্দনা তার আবার
সাবাস,সাবাস বাংলাদেশী সরকার।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



