এরকম কিছু ছবি নিয়েই সিরিজটা করছি ।
কারো কোনো পরামর্শ থাকলে জানাবেন প্লীজ । সাথে আপনার কাছে কোন ছবি থাকলে শেয়ার করুন ।
যে সূত্রগুলো থেকে ছবি নিচ্ছি বেশীরভাগ ক্ষেত্রেই সেগুলো কোন মৌলিক উৎস নয় , তাই সূত্র উল্লেখ করছি না ।
গেটিসবার্গ যুদ্ধের ছবি , আমেরিকার গৃহযুদ্ধের সময় টিমোথি সুলিভান এই ছবি তুলেছিলেন :

জনরোষে ঝুলন্ত লাশ : ১৯৩০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা এলাকা দখলের পর আমেরিকার বিজয় পতাকা উড়াচ্ছে একদল সৈনিক : যে বিজয় পাল্টে দদিয়েছে পৃথিবীর পরবর্তি ইতিহাস

আগুনে ঝলসে মৃত্যু নাকি উঁচুতলা থেকে লাফিয়ে মৃত্যূ : কোনটা বেছে নেবেন? এই বেচারার সামনে মাত্র এই দুইটি অপশন ছিল যখন টুইন টাউয়ার দাউ দাউ করে জ্বলছিল :

একই ধরণের কাহিনী, তবে সুখের বিষয় ছোট বাচ্চাটা বেঁচে গিয়েছিল

চির উন্নত মম শির

তারা দুজনেই এই পৃথিবীর মানুষ

বহুল আলোচিত হৃদয়ভেজানো ছবি

অগ্ন্যুৎপাতে মারা গিয়েছিল এই মেয়েটির মত উদ্ধার না পাওয়া আরো ২০০০০ মানুষ ।

সুনামি আসছে, ওরা কী বেঁচেছিল?

এই মেয়েটার চোখগুলো কী বলছে?
মেয়েটা আফগান সুন্দরী আয়েশা, তার তালেবান যোদ্ধা স্বামী অবাধ্যতার কাড়ণে তার নাক কেটে দিয়েছে ।আয়েশার এই ছবিটা আমেরিকা আর উন্নত বিশ্ব তালেবান বিরোধী প্রচারনায় ভালভাবেই ব্যবহার করেছে ।

সবশেষে একটি সুসংবাদ :
।আয়েশা ফিরে পেয়েছে তার নাক, প্লাস্টিক সার্জারীর মাধ্যমে অংগ প্রতিস্থাপনের পর আয়েশা :

প্রথম পর্ব
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




